প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফাহিম হাসান
ফাহিম হাসানের জন্ম ১৯৮৭ সালে ঢাকার খিলগাঁওয়ে ।। বাবা গােলাম মাওলা ও মা সুফিয়া আক্তার। ছােটবেলা কেটেছে ঢাকায়, শৈশব সিলেটে, আবার প্রাণের টানে। ফিরে আসা জাদুর শহর ঢাকায় ।। ফাহিম হাসানের যাত্রাপথ অনেকটা সময়ের। কখনও ভীষণ সবুজ স্বপ্নে বাচা। কখনও বাস্তবতার সাথে রুঢ় কথােপকথন। মহান আলাহর আশীর্বাদে ইচ্ছেপূরণের তালিকাটা কিছুটা দীর্ঘ। তবে এখনও তিনি শহরের অলি-গলি, ইট-কাঠের আচার-রাজপথ চষে বেড়াচ্ছেন আসল আমিকে চেনার জন্য এই যাত্রা কখনও স্বপ্নের, কখনও খুব ক্লান্তির। আকাশ ছুঁতে ডানা লাগেনি, কখনাে বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট হিসেবেই মেঘ ছুঁয়ে ওড়ার চেষ্টা, আবার আচমকা ছন্দ বদলে আগামী দিনের যােদ্ধাদের জন্য শিক্ষকতা করা । শিক্ষক, স্যোশাল অ্যাক্টিভিস্ট ও নানা ভিন্নধর্মী প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন অনেক বছর । ব্যক্তিগত জীবনে আড্ডাবাজ এই মানুষটি লেখালিখির পাশাপাশি সুযােগ পেলেই গান-আবৃত্তি-বিজ্ঞাপন-নাটকের। নানা মাধ্যমে নিজের স্বপ্ন ছড়িয়ে দেন। ২০১৪ সালে নতুন দিনের গান’ অ্যালবামের আয়ােজন করে কিছু শিল্পীর অভিষেক ঘটিয়ে সেই স্বপ্নযাত্রার শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন জাতীয় সম্মাননা ।। লেখালিখিটা সহজাত ব্যাপার ছিলাে আগে থেকেই। সারা জীবন মানুষকে অসংখ্য গল্প শােনানাের ক্ষুধাটা এখনও চিরতরুণ ।