প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রাজিয়া জামান
রাজিয়া জামান জন্ম বৃহত্তর খুলনার মােল্লা হাটে । পিতৃনিবাস : গােপালগঞ্জ। পিতা: মরহুম ফায়েকুজ্জামান, মাতা: মরহুমা জাহানারা বেগম, স্বামী : আবুল কালাম আজাদ। তিনি দীর্ঘদিন ফরিদপুর নীলটুলী নিজস্ব বাড়িতে থাকার পরে বর্তমানে ঢাকার রামপুরা বনশ্রীতে বসবাস করছেন। লেখালেখির অভ্যাস শৈশব থেকে । তার লেখা উপন্যাস, ছােট গল্প বাস্তব সমাজের দর্পণ । গ্রাম-বাংলার সাধারণ মানুষের সুখ-দুঃখ বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত নারীদের নানা স্বপ্ন বঞ্চনা আর দুঃখ-কষ্টের কথাই তার লেখালেখির প্রধান উপজীব্য। সাহিত্যের বিভিন্ন। শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০০৬ সালে বিটিভি তে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তার নিহত গােলাপ আহত পাখি উপন্যাসটি পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। লেখিকা এবারের উপন্যাস বস্তির খােকা বইটির মধ্যে কিছুটা ভিন্নতর রূপ দিয়েছেন। যেমন ১৯৭১ সালের যুদ্ধের কিছু বাস্তব চিত্র সেইসাথে যুদ্ধের কিছু কবিতাও বইটিতে স্থান পেয়েছে। একসময় তিনি ফরিদপুরের বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত ছিলেন। বর্তমানে ঢাকায় বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি সাহিত্যকর্মের জন্য এপর্যন্ত আটটি পদক ও সম্মাননা পেয়েছেন। তার মধ্যে উল্লেখযােগ্য ড. আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন স্বর্ণপদক ২০০৯, নির্ণয় শিল্পী গােষ্ঠী স্বর্ণপদক ২০০৪ অর্জন করেছেন। সিডি অতি লােভে সঙ্গীতা কর্তৃক পরিবেশিত ২০১২ ইং, কণ্ঠশিল্পী রহিমা খাতুন ও আহাদ চৌধুরী, গীতিকার রাজিয়া জামান। লেখালেখির পাশাপাশি তিনি ডাক্তারি পেশায় নিয়ােজিত ছিলেন।