প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাওলানা শামসুদ্দীন সাদী
"বাড়ির পাশে মক্তবে পড়ালেখার সূচনা। ১৯৯৪ সনে কুমিল্লা রানির বাজার মাদরাসায় আনুষ্ঠানিক পড়ালেখা শুরু। একটানা ১০ বছর পড়েন এখানে। এরপর ২০০৪-২০০৫ দুই বছর চট্টগ্রাম নানুপুর মাদরাসায় পড়া হয়। তারপর ২০০৬ সনে ঢাকা ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করি। বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কর্মজীবনের সূচনা কুমিল্লা দাউদকান্দি মিসবাহুল উলুম মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে। পাশাপাশি ইমাম খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা কারওয়ান বাজারস্থ জামিয়া আম্বরশাহ মাদরাসায় শিক্ষক। শৈশব থেকে বই পড়ার নেশা। পড়া থেকেই লেখালেখির সূচনা। নিযমিত সাহিত্যচর্চা আরম্ভ ২০০২ সালে। মাসিক আদর্শনারী, রজমত, কাবার পথে রাহমানী পয়গাম, নকীব, গোলাপকুঁড়িসহ নানা সাময়িকীতে লিখি। দৈনিকে অনেক প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়। সম্পদনায় যুক্ত ছিলেন মাসিক কিশোরপথে। বর্তমানে লেখকপত্রের সম্পাদনায় যুক্ত। "