প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রোজিনা সুলতানা
কপােতাক্ষ, চিত্রা, ভৈরব, মধুমতি-বয়ে গেছে যশােরের বুক চিড়ে। এই যশােরেই উনবিংশ শতাব্দির অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত, জন্মেছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান, প্রখ্যাত মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহম্মদ, গােলাম মােস্তফা, আবুল হাসানের মতাে দেশবরেণ্য ব্যক্তিবর্গ। রােজিনা সুলতানা গর্ব করে বলেন, যশাের আমার জন্মস্থান, মধুমতির কাদা-বালিতে আমার বেড়ে ওঠা। শৈশব থেকেই রােজিনা সুলতানার সাজসজ্জা আর খেলাধুলার প্রতি ছিলাে প্রচন্ড ঝোঁক। একসময় জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। সাতারু প্রতিযােগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। শহরের স্টেডিয়াম পাড়ায় প্রভাবশালী পরিবারে তাঁর জন্ম। পিতা আলহাজ্ব আবুল কাসেম, মাতা মিসেস সুফিয়া বেগম। সাত ভাইবােনের মধ্যে রােজিনা সুলতানা ডানপিঠের সর্ব কনিষ্ঠ। তার শিশু শিক্ষা শুরু হয়েছিল যশাের শহরের সেক্রেট হার্ড জুনিয়র স্কুল থেকে মাধ্যমিক যশাের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, উচ্চমাধ্যমিক যশাের মহিলা কলেজ। বি.এস.এস করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। রােজিনা সুলতানা কর্মঠ, প্রতিবাদী, বহুমূখী প্রতিভাধর এক মানসকন্যা। আমি তাঁর লেখনি জীবনের উত্তরােত্তর সাফল্য কামনা করছি।