clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ahtersham Hayder Cowdhury books

follower

এহ্‌তেশাম হায়দার চৌধুরী

এহতেশাম হায়দার চৌধুরী কুমিল্লা জেলার মনােহরগঞ্জ উপজেলার মড়হ গ্রামে সম্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৫৪ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন এহতেশাম হায়দার চৌধুরী। মা জাহানারা বেগম, বাবা মরহুম হােছাম হায়দার চৌধুরী । মামার বাড়ি চন্দনায় তার শিক্ষা জীবনের শুরু । তিনি উত্তরদা স্কুল, লাকসাম হাই স্কুল, নবাব ফয়জুন্নেছা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্মেন্ট কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ পাশ করেন। তিনি চাদপুর জেলার মতলব ডিগ্রি কলেজের সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে নিমসার জুনাব আলী কলেজে উপাধ্যক্ষ । ছাত্রজীবন থেকেই তাঁর সাহিত্যচর্চার সূত্রপাত। বিভিন্ন পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিনে তার অসংখ্য লেখা ছাপা হয়েছে। এবং তাঁর লেখাগুলাে পাঠক প্রিয়তা পেয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নাট্যকার ও গীতিকার হিসেবেও তার খ্যাতি রয়েছে । উপন্যাস ছােটগল্প আর শিশু সাহিত্য মিলিয়ে এ পর্যন্ত তার অনেকগুলাে গ্রন্থ একুশে মেলায় প্রকাশিত হয়েছে । শিশুদের চোখে সুন্দর স্বপ্নময় রঙ্গিন জগত সৃষ্টিতে তার লেখাগুলাে অনবদ্য। জনাব এহতেশাম হায়দার চৌধুরী ব্যক্তিগত জীবনে একপুত্র ও এক কন্যার জনক। তার সহধর্মিনী মিসেস হােসনে আক্তার কাজল একজন শিক্ষিকা । - মনােয়ার হােসেন রতন কলাম লেখক ও কর্মকর্তা গ্রীন বেঙ্গল গ্রুপ অব কোম্পানী ।

এহ্‌তেশাম হায়দার চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed