প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
তানভীর রানা মুস্তাফিজ
তানভীর রানা মুস্তাফিজ উদীয়মান তরুণ কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার। প্রথম উপন্যাস 'আজীবন' ১৯৯২ সালে কাকলী প্রকাশনী বের করে। উপন্যাসটি সুধী সমাজে যথেষ্ট সমাদৃত হয়। পরবর্তীতে বের হয় 'পুতুলের মুখ, ‘মােবাশ্বের আলী এবং ..’ ও ‘ভূতরুখ’ নামে আরও তিনটি উপন্যাস যা সুধীজন কর্তৃক বিপুলভাবে সমাদৃত হয়। | এই তরুণ লেখকের সৃজনী প্রতিভা শুধুমাত্র উপন্যাস রচনার ক্ষেত্রেই সীমাবন্ধ নয়, নাটক রচনার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসনীয়। ১৯৯৫ সালে বিটিভিতে প্রথম নাটক 'কেউ কখনও খুঁজে কি পায় প্রচারিত হয়। এরপর ধারাবাহিক নাটক কালপুরুষ, সাপ্তাহিক নাটক ‘কেউ কথা রাখেনি’, ‘মেঘের পরে মেঘ জমেছে', ‘মােবাশ্বের আলী এবং..', ‘সুরের ইন্দ্রজাল’, ‘অবশেষে একদিন’, ‘অন্য আকাশ’, ‘সুদর্শনা তােমাকে’, ‘শেষ পর্যন্ত তােমাকে চাই’-সহ আরও অনেক নাটক বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন সময় প্রচারিত হয়ে দর্শক নন্দিত এবং প্রশংসিত হয়। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে মাস্টার্স করেছেন। পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।