প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রোহিত হাসান কিছলু
জন্ম ১৯৮৫ সালের ১৮ই অক্টোবর। দীর্ঘদিন ধরেই লেখালেখি করছেন। প্রথম আলাের জনপ্রিয় ফান ম্যাগাজিন আলপিনের নিয়মিত লেখক হিসাবে লেখালেখির শুরু। এরপর ইত্তেফাকের ঠাট্টা এবং বর্তমানে দৈনিক সমকালের ফান ম্যাগাজিন প্যাঁচআল এ লেখালেখি করছেন। পাশাপাশি একটি বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ বিভাগে কর্মরত আছেন। প্রথম বই প্রকাশ চন্দ্রালােকে দু’জনা (২০১০ বইমেলায়)। এখন পর্যন্ত তার প্রকাশিত বই এর সংখ্যা ৩টি। গত বইমেলায় প্রকাশিত কিশাের উপন্যাস দুষ্টু বাহিনী ব্যাপক জনপ্রিয় হওয়ায় সেই অনুপ্রেরণা থেকেই এবার তিনি লিখেছেন তার দ্বিতীয় কিশাের উপন্যাস “মিস্টার ফটাশ” পাঠকদের ভালাে লাগাকে প্রাধ্যান্য দিয়েই লিখে চলেছেন অবিরাম। লিখে যেতে চান আমৃত্যু পর্যন্ত।