Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rafique Ahmed books

follower

রফিক আহমেদ

ফেনী জেলার অধিবাসী রফিক আহমেদের জন্ম ১৯৪৪ এর ১৯ অক্টোবর। রেলওয়ে চাকরিজীবী পিতার সন্তান হওয়ায় বাবার সঙ্গে থেকেছেন এবং পড়াশােনা করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ফেনী পাইলট হাইস্কুল থেকে ১৯৫৯ সনে ম্যাট্রিকুলেশন এবং ১৯৬১ সনে ঢাকা কলেজ থেকে আই.এস.সি পাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগােলে বি.এস-সি অনার্স (১৯৬৪) এবং এম.এস-সি (১৯৬৫) ডিগ্রি লাভ। বাংলাদেশে অধ্যাপনা করেন চাঁদপুর কলেজে (১৯৬৭-৬৮), ময়মনসিংহের আনন্দমােহন কলেজে (১৯৬৮-৭০), ঢাকার কবি নজরুল কলেজে (১৯৭০-৭২), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (১৯৭২-৭৪), এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (১৯৭৪-৭৬) উচ্চ শিক্ষার্থে ১৯৭৬ সনে বিদেশ গমন । জলবায়ু বিজ্ঞানে বিশেষজ্ঞতা নিয়ে কানাডার ইউনির্ভাসিটি অব উইন্ডসর থেকে এম.এ (১৯৭৮) এবং যুক্তরাষ্ট্রের ওহায়াে স্টেট ইউনিভার্সিটি থেকে পি-এইচ.ডি ডিগ্রি লাভ (১৯৮৬)। পি-এইচ.ডি ডিগ্রি লাভের আগেই ১৯৮৪ এর জানুয়ারি মাসে ইউনিভার্সিটি অব উইসকনসিন-লা ক্রস এর ভূগােল ও ভূবিজ্ঞান বিভাগে লেকচারার হিসাবে যােগদান এবং ১৯৯৪ থেকে ঐ বিভাগে অধ্যাপক পদে অধিষ্ঠিত আছেন। বাংলাদেশের জলবায়ু হলাে প্রফেসর রফিক আহমেদের গবেষণার বিষয়বস্তু। এ বিষয়ের উপর তাঁর গবেষণাভিত্তিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে। এছাড়া অনেক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এই বইটির আগে তাঁর লেখা “জলবায়ু বিজ্ঞান” (১৯৮২ ও পুনর্মুদ্রণ ১৯৯৩) এবং “আফ্রিকা” (১৯৭৪)। নামক দুটি বই বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়। “আবহাওয়া ও জলবায়ু” শীর্ষক দুটি কর্মশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে অনুষ্ঠিত হয় ১৯৯৯ (১২-২৬শে জুন) এবং ২০০১ সনে (২৮ জুলাই-৯ই আগস্ট), তা প্রফেসর রফিক আহমেদ পরিচালনা করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চল্লিশ জনেরও বেশি ভূগােলের অধ্যাপক প্রতিটি কর্মশালায় অংশগ্রহণ করেন। ২০১৫ সনের জানুয়ারি মাসে (৩-৮ জানুয়ারি) এই শীর্ষক আরও একটি কর্মশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন বিদেশে অধ্যাপনা করলেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূগােল ও পরিবেশ বিভাগের সঙ্গে এবং বাংলাদেশ সরকারের আবহাওয়া বিভাগের সঙ্গে প্রফেসর রফিক আহমেদের ঘনিষ্ঠ পেশাগত যােগাযােগ রয়েছে। শিক্ষকতায় ৪৭ বছরেরও বেশি সময় অতিবাহিত করার পর প্রফেসর রফিক আহমেদ ২০১৪ সনের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন। তারপরও তিনি গবেষণা ও পেশাগত কাজে জড়িত আছেন।

রফিক আহমেদ এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed