প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মণি অধিকারী
জন্ম : ইকরাইল, আলফাডাঙ্গা, ফরিদপুর; মধুমতি নদীর তীর ঘেঁষে ছােট্ট-সুন্দর গ্রামে বিংশ শতাব্দীর | মাঝামাঝি। লেখাপড়া শেষে কিছুদিন শিক্ষকতা করেছেন, তারপর দু দশকেরও বেশি সময় ব্যাংকে চাকরি। স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অবসর কাটান দেশে-বিদেশে ঘুরে। বিদেশের মধ্যে প্রতিবেশী দেশগুলােতেই বেড়াতে পছন্দ করেন। বই পড়া, লেখালেখির পাশাপাশি প্রিয় সখ ভ্রমণ। এ যাবত একাধিকবার ভ্রমণ করেছেন ভারত নেপাল, ভুটান। কখনও একাকী, কখনােবা সদলবলে ভ্রমণের নেশা তথা যাযাবরবৃত্তির কারণেই তাঁর লেখায় ভ্রমণের ছায়া পড়ে বেশি। বেশির ভাগ সময়ই তা মাত্রা ছাড়িয়ে যায়। ২০০৪-এ সাপ্তাহিক যায়যায়দিন-এ একটা ছােটগল্প ছাপা হয়। সেই থেকে অদ্যাবধি লাগাতার লিখেই যাচ্ছেন। লিখছেন অনেকটা সখের বশেই। প্রথম প্রকাশিত গল্পের মাধ্যমেই পাঠকের কাছ থেকে ব্যাপক সাড়া পান। পাঠকদের এই উৎসাহই তাকে দিয়ে আরও অনেক কিছু লিখিয়ে নেয়। দেশে-বিদেশে ছড়িয়ে আছে তার লেখার মুগ্ধ পাঠক। বেশির ভাগ গল্পই বিভিন্ন পত্রপত্রিকায় (মৌচাকে ঢিল, প্রথম আলাে, নয়াদিগন্ত, বাংলা টাইমস, প্রতিস্বর, লিটল ম্যাগাজিন