Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

saon azgar books

follower

শাওন আজগর

শাওন আসগর: কবি, গল্পকার ঔপন্যাসিক। শিক্ষাগত যােগ্যতা-এমএসএস, এলএলবি। পিতা-মুন্‌শী আলি আসগর। জন্ম- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে। তবে বর্তমানে স্থায়ীভাবে একই উপজেলার দৌলতপুর গ্রামে বসবাস। ছােটবেলা থেকেই লেখার হাত। জীবনের প্রথম গল্পটি ছাপা হয় দৈনিক সংবাদ পত্রিকায়। এভাবেই দেশের প্রায় প্রতিটি দৈনিকে এবং সাপ্তাহিক কাগজগুলােতে প্রকাশিত হতে থাকে শাওন আসগরের লেখা। প্রকাশিত গ্রন্থ ১২টি। প্রথম উপন্যাস কাটা ও করবী’। নারীর ভেতর ঈশ্বর কাব্যগ্রন্থ তাকে সুধী সমাজে আলােচিত করে। তােলে। আলােকিত দরােজার কাছে’, ‘ভদ্রদের দখলে ফুলের সৌরভ’, ‘বুকের ভেতর প্রজাপতি, ‘পাথরের ঘর’, ‘সেতু’, ‘জীবনের দীর্ঘ সড়কে দাঁড়ানাে একজন তার উল্লেখযােগ্য গ্রন্থ। “দি এ টিম’ ও ‘মারিয়ার গল্প’ নামে তার শিশুতােষ গল্পগ্রন্থটি লিখে তিনি প্রমাণ করেছেন যে, সাহিত্যের সকল শাখাই তার নান্দনিক মুন্‌শীয়ানা রয়েছে। বিভিন্ন সংগঠনের সাথে দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ভারত, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব সফর করেছেন। আইন পেশার সাথে সাথে বিভিন্ন পত্রিকায় রিপাের্টিং এর কাজ করেছেন অনেক বছর। বাংলাদেশ বেতারের স্ক্রিপ্ট রাইটার ছিলেন। তিনি বাংলা একাডেমির সদস্য।।

শাওন আজগর এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed