Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Debabrata Bhowmik books

follower

দেবব্রত ভৌমিক

দেবব্রত ভৌমিকের এর জন্ম ১৯৯৪ সালের অক্টোবর মাসে, ৯২৮.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের ছোট জেলা শহর ফেনীতে। শৈশবের স্কুল জীবন কাটে মায়ের কর্মস্থল দাগনভূঞাতে। দেবব্রতের পড়াশোনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে হলেও কম্পিউটারের অলিগলির বিপরীতে ছুঁটেছেন লেখালেখির অলিগলিতে। কম্পিউটার নিয়ে পড়াশোনার সাথেই তাল মিলিয়ে কাজ শুরু করেছেন 'লেখক' পরিচয়ে। শুরু করেন লেখালেখির মাধ্যমে গল্প বলা। ফিচারলেখক ও বিনোদন সাংবাদিক হিসেবে দীর্ঘসময় কাজ করেছেন দৈনিক ইত্তেফাকের সাথে। লিখেছেন ঘটনার পেছনের ঘটনা, নিয়েছেন কয়েক শতাধিক তারকার সাক্ষাৎকার। ফিচারের পেছনের গল্প চরিত্র হিসেবে জমা হতে থাকে দেবব্রতের নোটবুকে, অতঃপর রূপ নেয় ছোট গল্পে। জমতে থাকা ছোটগল্প নিয়ে ২০১৬ সালে দেবব্রত হাজির হন “বেনামী” নামে নিজের প্রথম একক বই সাথে নিয়ে। সে যাত্রা থেকে পরিচিত পান বই লেখক হিসেবেও। এই পথচলায় এখন পর্যন্ত একক এবং সংকলন মিলিয়ে দেবব্রত-র লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১০ ছাড়িয়ে। পত্রিকা পরবর্তী কপিরাইটার হিসেবে কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় কিছু বিজ্ঞাপনী সংস্থায়ও। সে পথচলায় জুড়ে আছে দেশের নানান শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনের গল্প বলার অভিজ্ঞতা। 'সংগঠক' পরিচয়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দেশের শীর্ষস্থানীয় বেশকিছু সংগঠনের সাথেও। বর্তমানে দেবব্রতের ঠিকানা প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলাদেশকে গৌরবের জায়গায় নিয়ে যাওয়া টেক-জায়ান্ট প্রতিষ্ঠান 'ওয়ালটন' এর মঞ্চে।

দেবব্রত ভৌমিক এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed