প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শাহীন মাহমুদ
মানুষকে ভালবাসে।শব্দের হাতুড়ি পেটাতে ভাল লাগে।বই থাকলে রাত কেটে যায় নির্ভয়ে ।ভাল লাগে শুভ্র আকাশ-শাদা কাশফুলে বাতাসের দাপাদাপি। বর্ষার থৈ থৈ পানি উপচে পড়া নদী তাকে ভীষণ টানে। তিনি ব্যক্তিগত ভাবে দুর্বল লালনের প্রতি,ব্যাকুল করে সুফিবাদ। কথা সাহিত্যিক ও কবি শাহীন মাহমুদ। বাবা মোঃ আবদুল বাতেন ।মা- জিন্নাত নুর। শৈশবকাল থেকে চট্টগ্রাম শহরের অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রামে বেড়ে উঠেছেন কবি। লেখালেখির সূচনা ১৯৯০ সাল থেকে। নব্বই দশকের প্রথম দিকে বাংলাদেশের সবচেয়ে পুরানো ও ঐতিহ্যবাহী দৈনিক আজাদী পত্রিকাতে গল্প লেখার মাধ্যমে লেখালেখির সূচনা। শুরুটা গল্প ও উপন্যাস দিয়ে হলেও অসাধারণ কবিতা লিখে লেখক পেয়েছেন জনপ্রিয়তার স্বীকৃতি। তার কবিতায় সমসাময়িক ভাবনা ও নন্দনতত্ত্বের এক সম্মোহনী খেলা তার কবিতাকে গতানুগতিক কবিতা থেকে আলাদা করেছে। যা পাঠক মহলে ও ব্যাপক সমাদৃত হয়েছে । এ পর্যন্ত লেখকের প্রকাশিত হয়েছে ৩ টি উপন্যাস ও ৫ টি কাব্য গ্রন্থ। যুক্ত আছেন শিল্পকলা একাডেমির মেম্বার,চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের কার্যকরী কমিটির মেম্বার,নাটক ও চলচ্চিত্র অভিনয়ের সাথে যুক্ত। আবৃত্তি শিল্পী এবং বিটিভিতে উপস্থাপক হিসাবে কর্মরত আছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ও এমবি এ। মেয়ে মেহেজিন মাহমুদ ও পুত্র সাফওয়ান মাহমুদ ও স্ত্রী মেহেরুন্নেছা মেরীকে (শিক্ষক,প্রাবন্ধিক ও শিল্পী) নিয়ে তার ছোট সংসার। ব্যক্তিগত জীবনে লেখক একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে ডি জি এম(হিসাব) হিসাবে কর্মরত।