Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sarker Shapon books

follower

সরকার স্বপন

১৯৭৮ সালের ১৬ই জুন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মালসি গ্রামে জন্মগ্রহণ করেন সরকার স্বপন (বকুলুজ্জামান সরকার)। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। পিতা ফজলুল হক সরকার, মাতা নূরজাহান বেগম। পৈত্রিকসূত্রে ঢাকার অদূরেই মানিকগঞ্জ জেলার কান্দাপাড়া গ্রামে আদি নিবাস। বাবার রেলওয়ে চাকুরিসূত্রে শৈশব-কৈশোর ও তারুণ্যে বেড়ে উঠেছেন উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার বোনারপাড়া জংশনে। বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, বগুড়ার ঐতিহ্যবাহী সরকারী আযিযুল হক কলেজ হতে এইচএসসি অতঃপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তা ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ অধ্যায়ন করেন। পেশাগত জীবনের শুরুতে বোনারপাড়া মহিলা কলেজে ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। এরপর স্ব-উদ্যোগে একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান হিউম্যানিটেরিয়ান এইড ফর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি সংক্ষেপে হার্ড সোসাইটি প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। সৃজনশীল যেকোনো কাজের সাথে যুক্ত থাকার অভিপ্রায়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ঢাকাতেই এক্সটেনজোন আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিইও হিসেবে কর্মরত। স্ব-প্রণোদিত হয়ে নিজের ব্যক্ত-অব্যক্ত অনুভূতি প্রকাশের নিমিত্তেই কৈশোরেই লেখালেখি শুরু করেন। কবিতার পাশাপাশি গানও লিখে থাকেন। দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় ১৯৯৩ সালে কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। এছাড়াও তিনি বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখে আসছেন। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬তে প্রকাশিত 'ফিনিক্সের ডানা' তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ‘রাতের রুমালে তোমার ঘ্রাণ' তাঁর প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ।

সরকার স্বপন এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed