clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shuvra Nilanjona books

follower

শুভ্রা নীলাঞ্জনা

লেখক মানেই সৃষ্টিশীল একজন মানুষ। লেখালেখিই তার কাজ। লেখালেখি যেন তার একটা নেশা। এই নেশাই তাঁকে সারাক্ষণ এক কল্পনার দিগন্তে নিয়ে যায়। তেমনি একজন লেখিকা শুভ্রা নীলাঞ্জনা । দুটি পাতা একটি কুড়ির দেশ। সিলেটের শ্রীমঙ্গলে তার জন্ম। বর্তমানে ঢাকার ধানমণ্ডিতে তাঁর স্থায়ী নিবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাসে অনার্স-মাস্টার্স করলেও বাংলা সাহিত্যে ও লেখালেখিতে তাঁর বেশ সুখ্যাতি রয়েছে। একজন ভালাে লেখকের মাঝে সব সময় প্রেমভালােবাসা, দেশ প্রেম, মানব প্রেম, ভাষা প্রেম লুকায়িত থাকে। লেখার মাধ্যমে লেখক এই প্রত্যয়গুলাে জাগিয়ে তােলেন । শুভ্রা নীলাঞ্জনা এই সকল গুণের অধিকারিণী হওয়ায় ইতিমধ্যেই পাঠক সমাজে একটি পরিচিত নাম। গত বছর ২০১৫ সালে এর একুশে বইমেলায় ‘দুঃখ ভাসে জলে’ কাব্য গ্রন্থের মাধ্যমে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হন ।। নানাবিধ গুণের অধিকারিণী শুভ্রা নীলাঞ্জনা শুধু কাব্যগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একজন সার্থক ও জনপ্রিয় অনুগল্প লেখক। ইতিমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকায়সহ, ম্যাগাজিন বিশেষ সংখ্যায় তার অগনিত লেখা প্রকাশিত হয়েছে। এই লেখালেখির পাশাপাশি তিনি একজন সংগীত শিল্পী। সুরের ধারা থেকে সঙ্গীতের ওপর তিনি পাঁচ বছরের একটি কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি রবীন্দ্র সংগীত সংগঠন উত্তরায়নের সাহিত্য সম্পাদিকা হিসেবে সম্পৃক্ত। প্রেম ভালবাসা, আবেগ, অনুরাগ ও রচনা নৈপুণ্যের অপূর্ব সৃষ্টি হচ্ছে জলরঙের অস্পষ্ট আঁচর' রােমান্টিক কাব্য গ্রন্থটি। আশাকরি পাঠকের ভালাে লাগবে ।

শুভ্রা নীলাঞ্জনা এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed