প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আব্দুর রহমান খোকা
স্বপ্নছিল খ্যাতিমান সাংবাদিক হবেন, সমাজের অন্ধকার দূর করবেন। দৈনিক ইনকিলাব-এর নবাবগঞ্জ (ঢাকা) করেসপন্ডেন্ট হিসেবে লিখতেও শুরু করেছিলেন। তবে পরিবার আর জীবনের টানে অবশেষে তাকে পাড়ি জমাতে হয় প্রবাসে। মা-মাটির স্পর্শের বাইরে তারুণ্যের দিনগুলি কাটতে থাকে প্রবাসেই। একাত্তরের উত্তাল সময়ে মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোলড়া গ্রামে জন্ম নেয়া লেখক আবদুর রহমান খোকার জীবন প্রবাসে কাটলেও সব সময়ই মন পড়ে থাকে দেশে। মানুষের জন্য ভালো কিছু করার, সমাজের সব অন্ধকার দূর করার স্বপ্নে বিভোর থাকেন। আর তার এ মহৎ ভাবনাকে মূর্ত করে তোলে কলম। লেখকের ভাষ্য, সাহিত্য হচ্ছে মানবজীবনের সত্য-সুন্দরের আলেখ্য। প্রতিক্ষণ নিজের ভেতরে যে সৌন্দর্যবোধের জন্ম হয় তা-ই শব্দের রঙে হৃদয়ের ক্যানভাসে ফুটিয়ে তুলতে ভালো লাগে। তবে সৌন্দর্যকাতর এই শব্দশিল্পীর জীবনে রয়ে গেছে গোপন হাহাকার। শৈশবেই মা-হারা হওয়ার পর দাদা এলাহী মুন্সীর স্নেহ-মমতায় বেড়ে ওঠেন। কিন্তু তারুণ্যের সোনালি ক্ষণে এসে পরম আশ্রয়ের সেই দাদাকেও হারাতে হয়। প্রিয়জন হারানোর প্রবল বেদনা লেখকের অনুভূতির পৃথিবীকে বদলে দেয়। আরো বেশি করে আশ্রয় খোঁজেন লিখনীতে। লিখতে থাকেন গল্প, উপন্যাস, গান। এসব লেখায় দারুণভাবে তাড়িত হন শ্রদ্ধেয় শিক্ষক প্রিন্সিপাল মাওলানা ইয়াহ ইয়া, প্রিয়সহচর অ্যাডভোকেট আতাউর রহমান, বন্ধু একেএম ছিদ্দিকুর রহমানের অনুপ্রেরণায়। লেখালেখির পাশাপাশি জড়িত আছেন রিয়াদের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। রিয়াদ ডেইলির বাংলা বিভাগে অনেক গল্প কবিতা প্রকাশিত হয়েছে লেখকের। লেখক আবদুর রহমানের সবচেয়ে বড় স্বপ্ন- ভালো মানুষ হয়ে উঠবেন। তার গল্প-উপন্যাসে সেই ভালো মানুষ খোঁজারই প্রয়াস থাকে। 'ভালোবাসার প্রথম পরাগ' উপন্যাস তারই স্বাক্ষর।