প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
কলিম উল্লাহ বাবুল
জনাব কলিমউল্লাহ বাবুল আত্ম-প্রচার বিমূখ একজন সাহিত্য সাধক । নিজ গৃহে আড়াই হাজার বইয়ের এক অনন্য লাইব্রেরী প্রতিষ্ঠা করেছেন। অপরিসীম সাহিত্যানুরাগী এ লেখক সাহিত্যের প্রায় সর্বস্তরে জ্ঞান অর্জন করেন। লেখালেখি তাঁর সহজাত প্রবৃত্তি। বিগত জীবনে তার অনেক লেখালেখি চরম উদাসীনতায় এবং দশ বছরের বিদেশ অবস্থানের কারণে, অরক্ষায়, অযত্বে হারিয়ে যায় । ইদানিং ঘনিষ্ঠ বন্ধুদের উৎসাহ এবং উৎপীড়নে পুনরায় লেখার চর্চায় মনােনিবেশ করেন। ২০১২ সালের অমর একুশে বইমেলায় ছােটদের জন্য কবিতার বই ‘কানের উপর কানাইয়ার বাসা' এবং বড়দের কবিতার বই 'মানবতার জয়গান প্রকাশ করেন। এবারের বইমেলায় এসেছে ছােটদের জন্য তার বাস্তব ছড়ার বই ‘ছড়া কড়কড়া এবং বড়দের জন্য কবিতার বই ‘তােমার লাবণ্যে হাবুডুবু খাই' । উনার পরবর্তী ছােটগল্প, উপন্যাস, রম্যরচনা ও নাটকের বইগুলাে সময়ের ধারাবাহিকতায় প্রকাশিত হবে। কবি ১৯৬০ সালে ফেনী জেলা সদর ও থানার অন্তর্ভুক্ত ফাজিলপুর গ্রামের হাজী আলী রাজা ভূঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে স্বীয় গ্রামের ডব্লিও, বি, কাদরী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৬ সালে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে অতঃপর জাপান গমন করেন। জাপানের টোকিও আর্ট এন্ড ফটোগ্রাফি কলেজ থেকে বিদ্যার্জন করেন। বর্তমানে তিনি স্বনামধন্য- YOUNGONE CORPORATION' এর Protocol Department, ঢাকার প্রধান হিসেবে অধিষ্ঠিত আছেন। আমরা প্রতিভাবান এই লেখকের কাছ থেকে আরাে সুন্দর সুন্দর লেখা আশা করি এবং তাঁর সুস্থ, সুখী, দীর্ঘ জীবন কামনা করছি।