প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শেখ শফীকুল ইসলাম
শেখ শফিকুল ইসলাম ১৯৬৫ খ্রিষ্টাব্দের ২৪ শে আগস্ট লক্ষীপুর ভাটাপাড়া, রাজশাহী মহানগরী, রাজশাহীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত রিয়াজ উদ্দিন শেখ এবং মাতার নাম মােসাম্মৎ সখিনা বেগম। তিনি রাজশাহী সরকারী ল্যাবরেটরী হাই স্কুল থেকে এস এস সি ও রাজশাহী সরকারী কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম (অনার্স) এবং ১৯৮৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে সাফল্যের সাথে এম. কম ডিগ্রী অর্জন করেন। স্কুল জীবনেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্কুল ম্যাগাজিনে ও দেয়াল পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার হাতে খড়ি। তিনি আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশে ডিস্ট্রিক টিম লিডার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (সিডিআই) সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করছেন। নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার বিষয়ে লিখতে তিনি স্বাচ্ছন্দ বােধ করেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববােধ তার সর্বাগ্রে প্রশিক্ষা ও শিক্ষা ভ্রমণে অংশগ্রহণের জন্য ফিলিপাইন, ভারত ও নেপাল ভ্রমণ করেছেন। তিনি এস এম তৌফিক ইসলাম রিয়েল ও সুমাইয়া ফাহমিদা রিয়া এ দু’সন্তানের বাবা। তিনি কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য মহাবঙ্গ সাহিত্য পরিষদ, পশ্চিম বঙ্গ, ভারত কর্তৃক গুণীজন সংবর্ধনা সনদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক গাঙচিল সাহিত্য সম্মাননা পদক ও বাংলাদেশ পােয়েটস্ ক্লাব কর্তৃক সম্মাননা স্মারক ও সনদ অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘প্রশিক্ষণে বিচিত্র গেইমস ২০১১, যৌথ কাব্য গ্রন্থ ‘ছন্দে ছন্দে। বাংলাদেশ’ ২০১৪, সন্ধ্যা তারা’ ২০১৫, স্বাধীন স্বাধীন জীবন। ২০১৫, ছন্দে প্রতিবাদ’ ২০১৬, ও আত্মার মুক্তি ২০১৭ প্রভৃতি। তার ভালবাসার রাজপ্রাসাদ, বৃষ্টিস্নাত রমণী ও মুক্তিযুদ্ধের শিশুসহ আরাে কয়েকটি বই প্রকাশের পথে রয়েছে।