Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A. B. Siddique Shaon books

followers

এ. বি. সিদ্দিকুর শাওন

এ.বি.সিদ্দিক শাওন সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার খালিয়াপাড়া নামক গ্রামে ১৯৮১ সালের ১লা মার্চে জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম সোহরাব আলী আকন্দ। তিনি সাত ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তিনি ইংরেজি সাহিত্যে এম.এ পাস করার পর শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। কারণ, শেখা ও শেখানো তার সবচেয়ে ভাল লাগার বিষয়। তাই ছাত্র-ছাত্রীরা যেন খুব সহজেই অনর্গল ইংরেজি বলা ও লেখা শিখতে পারে তার জন্যই তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন এবং আল্লাহর অসীম দয়ায় উদ্ভাবন করতে পেরেছেন Magic Method. যা Spoken English শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে যাদুকরী পদ্ধতি হিসেবেই সমাদৃত। শিক্ষা জীবনের শুরু থেকেই তার ভাল ফলাফল মেধাবী ছাত্রের পরিচয় বহন করে। তুখোড় ছাত্র হিসেবে কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বারংবার চ্যাম্পিয়ন হন। এছাড়াও নাটক লেখা ও পরিচালনা এবং মঞ্চ উপস্থাপনায়ও তিনি বেশ দক্ষ। ছেলেবেলা থেকেই লেখালেখি তার হাতে খড়ি। তার লেখা উপন্যাস 'নিস্তব্ধ নীল আকাশ' ও 'নিরালোক নিরন্তর' ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ মেধাবী তরুণের মেধা হোক আরও বেশি শানিত ও তার অনাগত দিনগুলো হোক শিশিরস্নাত গোলাপকুঁড়ির মতই অনিন্দ্য সুন্দর।

এ. বি. সিদ্দিকুর শাওন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed