প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
স্যামুয়েল বার্ক্লে বেকেট
একজন নিঃসঙ্গ মানুষের প্রতিকৃতি স্যামুয়েল বেকেট। এক অসুখী মানুষের আত্মা নিয়ে তার জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে, ১৯০৬ সালের ১৩ এপ্রিল। জন্ম থেকেই তিনি অসুখী। জীবনে কোনাে দিন সুখী হতে পারেননি, কারণ সুখী হবার মতাে মেধাসম্পন্ন তিনি ছিলেন না। হতাশা, দুঃখবােধ আর নিঃসঙ্গ প্রবণতা ছড়িয়ে দিয়েছেন কবিতায়, নাটকে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে, এমনকি ফ্লিম নামের একটি সিনেমায়ও। নাটক নিয়ে তার অস্পষ্ট প্রেম ছিল, যে কারণে তিনি ওয়েটিং ফর গডাের মতাে এক অদ্ভুতুরে ফর্মের নাটক লিখে বসেন। তার অদ্ভুতুরে ফর্মের আরেক উদাহরণ- ব্রিদ, ত্রিশ সেকেন্ডের নাটক। আধুনিক মানুষের অস্থির জীবন যন্ত্রণার বিমূর্ত ছবি এঁকেছেন ফ্রেঞ্চ আর ইংরেজি বর্ণমালায়। নােবেল পদক গলায় ঝুলিয়েও তিনি খুঁজে পাননি। সুখের আস্বাদ। কোনাে এক অদেখা গডাের অপেক্ষায় ক্লান্ত হয়ে ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর শেষবারের মতাে। অর্থহীন শূন্য জীবনের দীর্ঘশ্বাস ছেড়ে মহাশূন্যের নাগরিকত্ব লাভ করেন। জীবনের শেষদিনটিতে তিনি হয়তাে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন যে, অসুখী হওয়ার চেয়ে জীবনে আনন্দের আর কিছু হয় না।