Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

S. A. R. Sibgatullah books

followers

এস. এ. আর. ছিবগাতুল্লাহ

এস.এ.আর ছিবগাতুল্লাহ।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়টাতে জিপিএ-৫:০০ নিয়ে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হন।পরবর্তীতে ২০১৮ সালে সেখান (ঢাবি)থেকে স্নাতকোত্তরও সম্পন্ন করেন। একদম সাদামাটা জীবনে বিশ্বাসী জনাব ছিবগা।মা-বাবা, ভাইবোন,বন্ধু ও মানুষের মধ্যে ভালবাসা খুঁজে ফেরাকে জীবনের স্বার্থকতা মনে করেন। ছোটবেলা থেকেই লেখালেখি তার প্যাশন। তারই ধারাবাহিকতায় লিখেছেন বাংলাদেশের সেরা কোটেশনের বই 'রিটেন এ্যান্ড রিসার্চ ওয়ার্ল্ড'। বইটির প্রতিটা কোটেশনের নিচে অথেন্টিক সোর্স বা তথ্যসূত্র দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এটা শুধু সাধারণ জ্ঞানের বই না। বরং যে কোনো লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কোটেশন উল্লিখিত হয়েছে। "রিটেন এ্যান্ড রিসার্চ ওয়ার্ল্ড" বইতে প্রায় প্রতিটা টপিকের একাধিক বাংলা ও ইংরেজি কোটেশন আছে। প্রয়োজন অনুযায়ী গ্রাফ ও সারণী দেওয়া হয়েছে। রিটেনের ভাল প্রস্তুতির জন্য আপনার চাই সহজেই বাংলা,ইংরেজি,বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি,ভূগোল,প্রযুক্তিসহ সকল বিষয়ের অথেনটিক কোটেশন ও সারণী। আর এই বইতে ৩২ টার অধিক বই থেকে অথেনটিক সোর্সসহ কোটেশন দেওয়া হয়েছে। যা বাংলাদেশে প্রথম। বাজারের গতানুগতিক বইয়ের মতো লেখক বইটি রসালোভাবে সাজাতে পারেনি। কিন্তু লেখকের বইটি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওয়ার্কে ব্যবহৃত হচ্ছে। সংবিধান,চর্যাপদ,অর্থনৈতিক সমীক্ষা ২০১৯,নবম-দশম শ্রেণীর ভূগোল,বাংলা,ইংরেজির মতো গ্রহণযোগ্য বই থেকে তথ্য 'কোট আন কোট' করা হয়েছে।

এস. এ. আর. ছিবগাতুল্লাহ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed