প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাশহুদা মাধবী
নওগাঁ জেলার উকিলপাড়ায় যে প্রাচীন বাড়িটি রোদের স্বভাবে আজও পৃথিবীকে দেখে-সেই অপরূপ দৃশ্যচিত্রেই মাহশুদা মাধবীর জন্ম। তারপর শৈশবের এক-পা দু’-পা উঠোন, কৈশোরে উঠোন পেরিয়ে ফুল-বৃক্ষ-পাখিপ্রেম। এভাবেই বেড়ে ওঠা এবং প্রকৃতির নিয়মেই গল্পের জীবনে ঢুকে পড়া। মেধাবী মাশহুদা’র লেখক জীবন শুরু স্কুল বেলাতেই। তখন থেকেই বিভিন্ন পত্রিকা, জাতীয় দৈনিকে প্রকাশিত হতে থাকে তার লেখা। প্রকৃতিমুগ্ধ তার লেখায় এসেছে জীবন ও প্রকৃতির সমন্বয়। তাই বলে লেখাপড়াও বাদ যায়নি। নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি তে তিনি মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান লাভ করেন। পরবর্তীতে রাজশাহী গভঃ কলেজ এবং তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। দীর্ঘ দশ বছর লেখালেখি থেকে দূরে থাকাতে তার প্রথম গ্রন্থ প্রকাশে একটু বিলম্বিত হলো। ব্যক্তিগত জীবনে মুরসালিন ও মেহরাব-দুই পুত্রের জননী। বর্তমানে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করছেন এবং পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে অনুষ্ঠান করে আসছেন।