প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জাহানারা তোফায়েল
জাহানারা তােফায়েল একজন প্রতিভাবান নারী। তিনি একাধারে কবি ও প্রাবন্ধিক। ফরিদপুরের এক সম্রান্তে মুসলিম পরিবারে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ ও। রানার্স আপ ছিলেন। সাহিত্যের প্রায় সকল শাখায় তার সমান বিচরণ থাকলেও কবি। হিসেবেই তিনি সমধিক পরিচিত ও খ্যাতিমান। জাহানারা তােফায়েলের লেখালেখি শুরু শৈশব থেকেই। তিনি দীর্ঘকাল লিবিয়া, সৌদি আরব ও পাকিস্তানে প্রবাস জীবন যাপন। করলেও নিয়মিত সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন। তিনি প্রায় তিন বছর বাংলা লিবিয়া স্কুলে শিক্ষকতা করেন। জাহানারা তােফায়েলের উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হচ্ছে : রােদ ঝলমলে দিন, আটপৌরে গল্প , আমারে তুমি চিনবে না, আকাশ যখন কৃষ্ণচূড়া, ছড়ায় ছড়ায়। সারাবেলা, ছড়ার খোজে রওনা দিলাম ও ছােট হােটেলের বাবুর্চি। তাঁর প্রত্যেকটি গ্রন্থ অত্যন্ত সুখপাঠ্য, সহজবােধ ও সাহিত্যমূল্যে বিচারে মনােত্তীর্ণ। লেখিকা জাহানারা তােফায়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্স শেষ বর্ষ অধ্যায়নকালে বাংলাদেশ সেনাবাহিনীর। ব্রিগেডিয়ার জেনারেল ডা. তােফায়েল আহম্মেদ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে চার কন্যা সন্তানের জননী—মিমি, রিয়া, জুই ও মিশু। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ কবি সংগঠন থেকে শিশু সাহিত্য পুরস্কার ২০০৪ লাভ করেন। তিনি পশ্চিমবঙ্গ বিশ্বঙ্গ সাহিত্যিক ও সংস্কৃতি সম্মেলনে গুণীজন সম্মাননা ক্রেস্ট এবং কবিতা আবৃত্তি বৃত্তান্ত পুরস্কার-২০০৪ পেয়েছেন। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য নজরুল। সম্মাননা পদক ২০০৫ লাভ করেন। বঙ্গবন্ধু পুরস্কার ও ড. আশরাফ সিদ্দিকি পুরস্কার দ্বারা। স্বর্ণ পদক। বিশ্ববঙ্গ আলােকিত নারী স্বদেশ ফাউন্ডেশন ছাড়াও তিনি বিশটির অধিক পুরস্কার। লাভ করেন। তার প্রকাশিত বই এর সংখ্যা পঞ্চাশটি।