প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
উদাত্ত মহীনূর
একক সৃষ্টিকর্তায় পুর্নাঙ্গ বিশ্বাসী একজন মানুষ উদাত্ত মহীনূর। তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, গীতিকার ও নাট্যকার। নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বিল ডুমুর তলা গ্রামে জন্ম গ্রহণ কারী এই অসম্ভব মেধাবী কবি ও কথা সাহিত্যিক উদাত্ত মহীনূরের গ্রামীন আবহাওয়া, কচুরিপানা ফুল এবং রজনী গন্ধা খুবই প্রিয় । ভরা যৌবনে চাঁদ যখন মাতাল জোসনা ছড়ায়, তখন ঘরে থাকতে পারেন না তিনি, গৃহত্যাগী হন। গভীর রাতের ঝিঁঝিঁ পোকার ডাক তাকে মুগ্ধ করে। তেমনি বৃষ্টি পাগল এক প্রাণ তিনি। বৃষ্টিতে ভেজা তার নেশা। বৃষ্টি দেখলে তিনি যেভাবে বিস্মিত হন, তা আর কেউই তাকে করতে পারেনা। শহর থেকে বহু দূরের গ্রামে হামাগুড়ি দিতে তার ভাল লাগে। ধুলো মাখা কিছু পথ হেটে গিয়ে তারপর ভ্যানের পেছনে পা ঝুলিয়ে দুলিয়ে দুলিয়ে ছুটে যেতে বড় ইচ্ছে করে তার- সারা জীবনের ইচ্ছে। খোলা আকাশের নিচে বিস্তির্ন মাঠের ধারে কোন এক টং দোকানে বসে রং চা খাওয়া তার আজন্ম নেশা। এত উপভোগ তিনি পৃথিবীর খুব কম জিনিসই করে থাকেন। প্রকাশিত গ্রন্থঃ সমাধান নেই (কবিতা), যেখানে সীমান্ত প্রাচীর ( উপন্যাস), এখানে জীবনানন্দ নেই ( উপন্যাস), সীমিত সংস্করণ (কবিতা)।