প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাহাবুব আলম
কবি মাহাবুব আলম, পিতা: মরহুম আবদুর রশিদ মাতুব্বর, মাতা: আম্বিয়া খাতুন , মাদারীপুর জেলাধীন সদর উপ জেলার কালিকাপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর তীর ঘেষে বেড়ে উঠা সুজলা সুফলা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত পল্লী নাওটানা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার শিক্ষা জীবনের শুরু হয় মাদারীপুর জেলার ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান পূর্ব হোসনাবাদ হাতে মিয়া দাখিল মাদ্রাসায় ভর্তীর মাধ্যমে। পরবর্তীতে মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিঠাপুর এল.এন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে ভর্তি হয়ে তার লেখালেখির হাতেখড়ি শুরু হয়। অষ্টম শ্রেনীতে থাকাকালীন তার লেখা “কাব্যে মহানায়ক” শিরোনামে কবিতাটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মধ্য দিয়ে লেখালেখির যাত্রা শুরু করেন।মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৫ সালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দীন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে দেশ সেরা বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স (স্নাতক) প্রথম শ্রেণীতে সফলতার সহিত উত্তীর্ণ হন এবং ২০২০ সালে ঐ একই বিভাগ থেকে মাস্টার্সে (স্নাতকোত্তর) প্রথম শ্রেণীতে সফলতার সহিত উত্তীর্ণ হন।একাধিক জাতীয় পত্রিকা, ম্যাগাজিন ও ওয়েবসাইটে কবির বাংলা ও ইংরেজিতে লেখা আর্টিকেল,কলাম,রিপোর্ট ,কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ সমগ্র রয়েছে। এছাড়াও কবির রয়েছে যৌথ কাব্য গ্রন্থ "বন্ধুত্ব"(২০২১)। নব জাগরণ “ কাব্য গ্রন্থটি কবির প্রথম প্রকাশিত একক কাব্য গ্রন্থ।