clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Engineer M. A. Hamid books

followers

প্রকৌশলী ম. আ. হামিদ

আমার জন্ম ১৯৮২ সালের ৩০ অক্টোবরে নওগাঁ জেলার মান্দা থানার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে একই গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে ঢাকার এক কলেজে ভর্তি হই। উচ্চ মাধ্যমিকে আমার ফলাফল ভালো ছিল বলে কলেজ আমার থাকা-খাওয়ার সব ব্যবস্থা করে। ঢাকায় রেখে পড়ালেখা করানোর মত আর্থিক অবস্থা তখন আমাদের ছিলনা। আমার কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর আমি কৃতজ্ঞ। দ্বাদশ শ্রেণী পাস করার পর বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হই।বুয়েটে থাকা অবস্থায় ফাইনাল পরীক্ষা শেষ করার আগেই একটি বড় স্বনামধন্য কোম্পানিতে চাকুরি পাই। পরে অবশ্য একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে চাকুরি পাই। প্রথম চাকুরিতে প্রতিশ্রুতি রক্ষা করতে নির্দিষ্ট চাকুরি মেয়াদ পর্যন্ত চাকুরি পরিবর্তন করিনি। পরে ভাল সরকারি চাকুরির সুযোগ পাই এবং বিদেশে ভাল বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাই। এ দুই সুযোগই গ্রহণ করিনি কারণ আমি কাজে ও চিন্তায় নিজের স্বাধীনতা পছন্দ করি এবং দেশের জন্য নিজে কিছু করতে অন্তর থেকে এক ধরনের তাগিদ ছিল। শুধু অপেক্ষায় করছিলাম যে কবে আমার ব্যবসা শুরু করার মত পুঁজি হবে? ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত চাকুরি করে ধীরে ধীরে জমানো সামান্য টাকা পুঁজি নিয়ে আমার ব্যবসা শুরু করি।আমার প্রথম প্রতিষ্ঠানের নাম ক্যাটালিস্ট। এটি গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান। ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যে এডিবির অর্থায়নে বাংলাদেশ সরকারের একটি প্রকল্প(SWAIWRPMP)এ চুক্তি ভিত্তিক কাজ পাই। ঐ প্রকল্পে ২০১৩ খেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করি। এ কাজ থেকে ভালোই অর্থ উপার্জন হয়। সেই উপার্জিত অর্থ দিয়ে আমার জন্ম স্থান নওগাঁয় আমার লালিত স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করি। এর পাশাপাশি আইবিএ(ঢাবি) থেকে ব্যবসা প্রশাসনের উপর অঈইঅ ডিগ্রী অর্জন করি, প্রাসঙ্গিক অসংখ্য সেমিনারে অংশ গ্রহণ করি এবং এ সম্পর্কিত ডজন খানিক প্রকল্প পরিদর্শন করি। আমার এ প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কৃষকদের জমির উর্বরা শক্তি বাড়াতে ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকের সহায়তা করা। আমরা মূলত ভার্মি জৈব সারসহ অন্যান্য পরিবেশ বান্ধব জৈব সার তৈরি করি। এ সারগুলো খুব উন্নত মানের ও পরিবেশ বান্ধব । এটা ব্যবহার করলে কৃষকদের জমিতে কোন কীটনাশক দিতে হয়না। খুব কম দামে আগ্রহী কৃষকদের বিক্রি করি। আমার এ প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে।এটি একটি সামাজিক উদ্যোগ।

আমার দ্বিতীয় স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।এ স্বপ্ন হচ্ছে একটি মোটিভেশানাল স্কুল প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে হাজার হাজার যুবকের জীবনের লক্ষ্য পূরণে সহায়তা করতে চাই। আমার নিজের জীবন সংগ্রামের একটি চমৎকার গল্প আছে যা তাদেরকে জানাতে চাই। এক সময় আমার কোন অর্থ ছিল না, ছিল না কোন অবলম্বন। শুধু ছিল সাফল্য লাভের প্রচ- আকাংখা ও সাহস। আমার গল্পের মাধ্যমে মানুষকে কর্মের মাধ্যমে সমাজ পরিবর্তনে অনুপ্রাণিত করতে চাই। আমার জীবনের বাস্তব শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে আমার প্রথম প্রকাশিত বই Òশূন্য থেকে কোটিপতিÓ। এছাড়া আমার আরও তিনটি বই প্রকাশের অপেক্ষায় আছে। বই তিনটি হচ্ছে সফলতার ফর্মূলা, সফলদের গল্প ও মোহাদির সংগ্রামী জীবন।
আমার কাজগুলোর মাধ্যমে দেশ কে খুব সামান্য হলেও এগিয়ে নিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ
সামাজিক উদ্যোক্তা, মোটিভেশনাল প্রশিক্ষক ও লেখক।

প্রকৌশলী ম. আ. হামিদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed