প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবুল খায়ের মাতুব্বর
কবি আবুল খায়ের মাতুব্বর। না তিনি আরজ আলী মাতুব্বরের কিছু হন না। আবার কোনো মাতুব্বরীর ধার ধারেন না। বংশীয় উপাধি মাতুব্বর। তাঁর জন্ম পিরোজপুর জেলার সদর থানার ঝাটকাঠি গ্রামে। পিতা মরহুম এস্কেন্দার আলী মাতুব্বর, মা মোসাম্মৎ মকিমন নেছা। এক পুত্র, দুই কন্যা সন্তানের গর্বিত জনক। স্ত্রী শানু ইসলাম গৃহিণী। কবি পেশায় উচ্চপদস্থ একজন চাকরিজীবী। কবি বাল্যকাল থেকেই ভাবুক ও আত্মভোলা স্বভাবের। একাকীত্বে বিচরণ কবির সহজাত প্রবৃত্তি। মানুষ ও প্রকৃতি পর্যবেক্ষণ তাঁর নেশা। কবির বাবা-মা দুজনেই সাহিত্যানুরাগী। বাবা এবং ফুপু কদম বানুর মুখে মুখে ছন্দ-কথা, গান রচনা ও তাঁদের নিজেদের কণ্ঠে পারিবারিক পরিবেশে পরিবেশনার দ্বারা প্রভাবিত হয়ে স্কুলজীবনেই কবির কবিতায় হাতেখড়ি। এ পর্যন্ত কবির তিনটি কবিতার বই সর্বসাধারণের জন্য অবমুক্ত হয়েছে। 'অসহায় কাব্যকথা', 'কাব্য তিলোত্তমা', 'জোছনার জলে জোনাকি' কবির তিনটি পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থ। 'শব্দের আড়ালে শব্দ লুকায়' কবির চতুর্থ কাব্যগ্রন্থ।