প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
পান্না আহমেদ
পান্না আহমেদ। পিতা : মরহুম আনােয়ার আহমেদ, মাতা : বদরুর জাহান চৌধুরী। জন্মসূত্রে চট্টগ্রামের অধিবাসী হলেও বাবার কর্মস্থল সুত্রে তার শৈশব কেটেছে কুমিল্লায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষে ঢাকায় শিক্ষকতা পেশায় দীর্ঘদিন জড়িত ছিলেন। শিল্প-সাহিত্যচর্চা এবং সঙ্গীত প্রীতি তার মাযের নিকট থেকে পাওয়া। অবসর কাটে গান, সেতার শােনা এবং কবিতা আবৃত্তি করেই। বর্তমানে তিনি যুক্তরাজ্যে প্রবাস জীবন কাটাচ্ছেন। লেখকের অন্যান্য বই কবিতা : বিরহের জনজ কাব্য (২০১৫) কষ্ট বিলাস (২০১৭) ছােটগল্প : আমার কথামালা (২০১৭) নিভৃতের প্রহরগুলাে (২০২২)। তবুও শিশিরের শব্দ শুনি (২০২২)।