প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ এন এম এনায়েত উল্লাহ
এ. এন. এম এনায়েত উল্লাহ এর জন্ম ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর চাঁদপুর জেলার মতলব উপজেলার জহিরাবাদ গ্রামে। তিনি মতলবগঞ্জ জে. বি. উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করে দেশের সর্ববৃহৎ প্রকৌশল প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের একজন 'তত্ত্বাবধায়ক প্রকৌশলী' হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় প্রকৌশলী হলেও কবিতা লেখা তাঁর নেশা। ২০০৮ সালে 'শ্রাবণ চোখে বাসন্তী শিহরণ' নামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে 'কষ্টের অমনিবাস' এবং ২০১৭ সালে 'ঝলসানো অন্তঃকরণ' নামের দুটি কাব্যগ্রন্থ অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়। শত কর্মব্যস্ততার মধ্যেও কাব্যচর্চা অব্যহত রেখেছেন এবং পাঠকদের উদ্দেশ্যে নিয়মতি বিরতিতে বই প্রকাশ করে চলেছেন। তিনি সমাজের অসংগতি, প্রকৃতি, প্রেম ইত্যাদি বিষয়ে লিখে থাকেন। তাঁর নির্বাচিত বিষয়ে লিখিত কবিতাগুলো প্রকাশিত হলে রসাস্বাদন করে পাঠকসমাজ আনন্দিত হবে, আন্দোলিত হবে। এ আশাবাদ নিয়ে কাব্যগ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা তাঁর সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করি এবং আশা করছি কাব্যগ্রন্থটি পাঠকসমাজে সমাদৃত হবে।