clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rashid Askari books

followers

রাশিদ আসকারী

রাশিদ আসকারী: বাংলা-ইংরেজি লেখক, কলামিস্ট, কথা সাহিত্যিক, রাজনীতি বিশ্লেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। ১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানার আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে ১৯৮৫ সালে বি.এ. (অনার্স) এবং ১৯৮৬ সালে মাস্টার্স পাস করেন। ২০০৫ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ড. আসকারী দুই যুগেরও অধিককাল ধরে সৃজনশীল মননশীল লেখালেখির সঙ্গে যুক্ত। তাঁর একটি উল্লেখযােগ্য গ্রন্থ: উত্তরাধুনিক সাহিত্য ও সমালােচনা তত্ত্ব (ঢাকা ২০০২) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে পঠিত হয়। অন্যান্য বইয়ের মধ্যে প্রবন্ধ সংকলন: মুমূর্ষ স্বদেশ (১৯৯৬), সাহিত্য ও সমালােচনা গ্রন্থ: ইন্দো-ইংরেজি সাহিত্য ও অন্যান্য (১৯৯৬), গল্প সংকলন: একালের রূপকথা (১৯৯৭), সমালােচনা প্রবন্ধ সংকলন: বিনির্মিত ভাবনা (১৯৯৭)। তাঁর রচিত ইংরেজি গ্রন্থসমূহ: সামাজিকরাজনৈতিক ও সাংস্কৃতিক প্রবন্ধ সংকলন: The Wounded Land (২০১১), ছােট গল্প সংকলন: Nineteen Seventy One and Other Stories (২০১২)। গ্রন্থটি হিন্দি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। সম্পাদনা গ্রন্থ: English Writings of Tagore (3 Vols.) পাঠক-গবেষক মহলে সমাদৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকাশিত ‘জার্নাল অব দ্য পােস্ট কলােনিয়াল কালচারস এন্ড সােসাইটিজ’-এ ২০১১ সালে তাঁর একটি ছােট গল্প Nineteen Seventy One প্রকাশিত হয়। এছাড়া ভারতের কনটেম্পােরারি লিটারেরি রিভিউ পত্রিকায় ২০১১ এবং ২০১২ সালে দুটি গল্প প্রকাশিত হয়। দ্য ব্রুনেইটাইমস, আফ্রিকান হেরাল্ড এক্সপ্রেস ও এশিয়ান অ্যাফেয়ার্সসহ দেশ বিদেশের বিভিন্ন প্রত্রিকায় ড. আসকারীর অসংখ্য কলাম প্রকাশিত হয়েছে। ড. আসকারীর আগ্রহের বিষয়সমূহের মধ্যে আধুনিক ও উত্তরাধুনিক সাহিত্য, ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশিক সাহিত্য, সাউথ-এশিয়ান রাইটিং ইন ইংলিশ, বাংলাদেশি রাইটিং ইন ইংলিশ, সমকালীন সাহিত্য ও সমালােচনা তত্ত্ব, ক্রিয়েটিভ রাইটিং এবং কোয়লিটি অ্যাশিওরেন্স মেকানিজম অগ্রগণ্য।

রাশিদ আসকারী এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed