প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মালেক মাহমুদ
মালেক মাহমুদ এ সময়ের আলােচিত ছড়াকার ও শিশুসাহিত্যিক। তাঁর ছড়া ও কিশাের কবিতা, ছােটদের গল্প পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে আসছে নিয়মিত লিখছেন অবিরাম। এ সময়ের হাতেগােনা যে কজন ভালাে লিখছেন মালেক মাহমুদ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর শিশুকিশাের ছড়াকবিতার বইয়ের সংখ্যা ২৬। তাঁর ছড়ায় ভাবনার বিষয় বারবার ফিরে যায় মানবিক মূল্যবােধের দিকে। ভাঙাগড়ার ছাপও স্পষ্ট। ফুটে ওঠে নিজস্ব স্বকীয়তা। নবকল্লোলের জয়গান গল্পেও তিনি সিদ্ধহস্ত। গল্পের বইয়ের সংখ্যা ১০। তাঁর গল্প শিশুমনে আনন্দ জোগাতে সক্ষম। আনন্দের মধ্যে শিশুভাবনার জগতকে আরও প্রসারিত করতে অতি শীঘ্রই প্রকাশিত হবে গল্পসমগ্র। মালেক মাহমুদ ৫ এপ্রিল ১৯৬৯ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের নাম উত্তর মেরুন্ডী । পাঁচ ভাইবােনের মধ্যে তিনি তৃতীয় । পিতা সানাউল্লা প্রামানিক। মাতা সেরজান বেগম। স্ত্রী নিলুফা ইয়াসমিন ও একমাত্র কন্যা নাজমুন্নাহার রত্নাকে ঘিরে তার সংসার। তিনি বাংলা একাডেমির সদস্য।