প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. আলি নওয়াজ
জন্ম : ২৫শে ডিসেম্বর, ১৯২৬; কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাস্থ সাহেবাবাদ গ্রামে। মৃত্যু : ১১ই ফেব্রুয়ারী, ২০০৫; ঢাকায় ।। সুসাহিত্যিক, বিশিষ্ট গবেষক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আলি নওয়াজ ১৯৫১ সনে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. করেন। ১৯৬৫ সনে পিকিং-এর বেইজিং ভাষা। বিশ্ববিদ্যালয় থেকে চীনা ভাষায় ডিপ্লোমা (ডিপ্লে-হান) করেন। ১৯৮০ সনে ঢাক বিশ্ববিদ্যালয় থেকে খনার বচনের ওপর অভিসন্দর্ভের জন্যে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তাঁর প্রথম শিক্ষকতাস্থল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তারপর করাচী সেন্ট্রাল গবর্নমেন্ট কলেজ। পাশাপাশি করাচী বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা এবং সবশেষে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। এখান থেকেই তিনি ১৯৮৭ সনে অবসর গ্রহণ করেন। কবিতা, গান, প্রবন্ধ, গবেষণা সহ প্রায় ২৫টি গ্রন্থ-প্রণেতা ড. নওয়াজ সাহিত্য ক্ষেত্রে। অবদানের জন্যে পশ্চিমবঙ্গ থেকে সম্মানসূচক ডি.এস-সি ডিগ্রী অর্জন করেন এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট (দিল্লী) থেকে বাংলাদেশ সাহিত্য উন্নয়ন রত্ন’ উপাধিতে ভূষিত হন। কৃষিপ্রধান বাংলাদেশের সমৃদ্ধির জন্যে তিনি ভূমিসংস্কার ও খনার বচনের ওপর গবেষণা করেন। তার যুগান্তকারী গবেষণা-গ্রন্থ বাংলাদেশের ভূমিব্যবস্থা ও ভূমিসংস্কার। (ঐতিহাসিক পর্যালােচনা) এর জন্যে তিনি ২০০৪ সনে এশিয়াটিক সােসাইটি অব । বাংলাদেশ কর্তৃক ইব্রাহিম মেমােরিয়াল স্বর্ণপদক লাভ করেন। খনার বচনের ওপর তার পিএইচডি গবেষণা-কর্মটি বর্ধিত কলেবরে খনার বচন ও কৃষি এবং খনার বচন কৃষি ও বাঙ্গালী সংস্কৃতি' নামে দুটো অসাধারণ গবেষণাগ্রন্থ আকারে প্রকাশিত। একই বিষয়ে নতুন। কলেবরে ‘খনার বচন কৃষি ও কৃষ্টি' গ্রন্থটি মুদ্রণাধীন রেখে তিনি ইন্তেকাল করেন। সুতরাং বর্তমান গবেষণা-গ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হলাে।। ড. আলি নওয়াজ জীবনের শেষ প্রান্তে কাজ করছিলেন বাংলা ও দক্ষিণ-পূর্ব এশীয় ভাষায়। সমউপাদান এবং এর নৃতাত্বিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে। কিন্তু কাজটি অসমাপ্ত রেখেই। তাকে চলে যেতে হয়।