প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জুলফিকার হারুন
এ দেশের সাহিত্যাঙ্গনে ইতােমধ্যেই তার একটি অবস্থান তৈরি হতে শুরু করেছে। সাহিত্য রচনায় তাঁর উঁচুমানের গদ্যই এর কারণ । সার্থক রসবােধ এবং শব্দ ও বাক্যের গাঁথুনির কারণে তাঁর বই। পাঠকপ্রিয় হয়েছে। তাছাড়া সমাজ ও সংসার সম্পর্কে তার যৌক্তিক কটাক্ষ সমাজ পরিবর্তনের প্রভাবক হিসাবে কাজ করছে। তাঁর উপন্যাসের কাহিনীগুলাে অত্যন্ত সরল হলেও অনবদ্য রচনায় একেই তিনি বহুমাত্রিক শৈল্পিকতায় রূপদান করতে পারেন। তার উপন্যাস একবার পড়া শুরু করলে কোনাে পাঠক তা শেষ না করা পর্যন্ত শান্তি পান | না- এ কথা একবাক্যে তার পাঠকরা স্বীকার করেন। এজন্য সৃজনশীল পাঠক মাত্রই মুহাম্মদ জুলফিকার হারুনের উপন্যাস বেছে নিতে দ্বিতীয়বার চিন্তা করেন না। প্রকৃতপক্ষে আমি তােমার সঙ্গেই যাব’ উপন্যাস প্রকাশিত হওয়ার পরই পাঠক তাঁকে চিনতে শুরু করেন। বেঢপ রচনায় তিনি বিশ্বাসী নন। তাঁর গদ্যের বর্ণনা খুব সরল। বুলেট ট্রেনের গতিতে পাঠক ভ্রমণ করেন গল্পের এ মাথা থেকে ও মাথা।