clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Monjurur Rahman books

follower

মনজুরুর রহমান

মনজুরুর রহমান-এর জন্ম ৬ নভেম্বর ১৯৫৯, কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হােসেন্দী গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ ঢাকা বিশ্ববিদ্যায় থেকে। মনজুরুর রহমান বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা, ২০০৭-২০০৯ এর জুন পর্যন্ত কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার পদে এবং বাংলাদেশ শিল্পকলা। একাডেমীর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব। তিনি ২০১০ সালে সুইডেনের স্টকহােমে এবং ২০১১ সালে frontale ogloo Advance Course on Copyright and Related Rights in the Global Economy 13 আন্তর্জাতিক প্রশিক্ষণে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে USPTO-J Tata Global Intellectual Property Academy (GIPA)-আয়ােজিত Copy Right in the Digital Age শীর্ষক প্রশিক্ষণে এবং একই বছর জাপানের টোকিওতে WIPO-র উদ্যোগে অনুষ্ঠিত Regional Meeting on Copyright and Related Right for Heads of Copyright offices in Asian Countries-এ কপিরাইট অফিসের প্রধান হিসেবে। বাংলাদেশকে উপস্থাপন করেন। তিনি ২০১২ সালের জুন মাসে চীনের বেইজিং এ WIPO-এ উদ্যোগে অনুষ্ঠিত Audio Visual Performance Treaty স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধত্ব করেন। তাঁর সম্পাদিত ও রচিত গ্রন্থ: বাংলা একাডেমী ঐতিহাসিক অভিধান (১৯৯৬); মােহাম্মদ মতিওর রহমান (১৯৯৭); এই নীল গ্রহে (১৯৯৯); বৈশাখী মেলা ও অন্যান্য (১৯৯৯); জলসিড়ি ভেঙ্গে পড়ে (২০০১); বুদ্ধিবৃত্তিক সম্পদ ও বাংলাদেশের কপিরাইট আইন (২০১১) এবং আমাদের দেখা হবে (২০১২)। বাংলাদেশ বেতার ও টেলিভিশন-এর তালিকাভুক্ত গীতিকার মনজুরুর রহমান ২০০৮ সালে কিশােরগঞ্জ ছড়া উৎসব। পরিচালনা পর্ষদ কর্তৃক সুকুমার রায় সাহিত্য পদক-এ ভূষিত হন। ২০১১ সালে ‘কবিতালাপ' পুরস্কার এবং ২০১৩ সালে অর্জন করেন ময়মনসিংহ সংস্কৃতিচর্চা কেন্দ্র প্রদত্ত ‘ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার ও সম্মাননা। উল্লেখ্য, তিনি বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের একজন নিয়মিত সংবাদ পাঠক।

মনজুরুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed