প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সুনীল শুভরায়
সুনীল শুভরায় একাধারে সাহিত্যিক ও সাংবাদিক, অন্যদিকে তিনি রাজনীতিবিদ। ক্ষুরধার কলামিস্ট হিসেবে তাঁর পরিচিতি ব্যাপক। একনাগারে ২২ বছর সাংবাদিকতার সাথে যুক্ত থেকে এখন তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়লেও লেখালেখিতে তাঁর বিরাম নেই। দেশের বহুল প্রচারিত পত্রিকাসমূহে তাঁর লেখা প্রকাশিত হয়। তাঁর পাঠক সংখ্যা অগণিত যুক্তির শানিত বক্তব্যই সুনীল শুভরায়কে পাঠক সমাজে সমাদৃত করেছে। বহু গুনে গুনান্নিত এই লেখক বাংলা ১৩৬৬ সনের ৩০ পৌষ বাগেরহাট জেলার মােড়েলগঞ্জ উপজেলাধীন শৌলখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্বর্গীয় সতীশ চন্দ্র রায়, মাতা- স্বর্গীয়া বেলা রায়। ১৯৭৩ সালে তিনি গ্রামের স্কুল থেকে এস.এস.সি পাশ করে পিরােজপুর সরকারি কলেজে ভর্তি হন। এসময় তিনি জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতির সাথে। রাজনৈতিক কারনে ওই কলেজে তাঁর লেখাপড়া করা হয়নি। তিনি চলে যান খুলনায় এবং ভর্তি হন খুলনা সিটি কলেজে। তারপর সংগঠনের স্বার্থে সিটি কলেজ ছেড়ে ভর্তি হন। সুন্দরবন কলেজে এবং এ কলেজ থেকেই ১৯৮২ সালে কৃতিত্বের সাথে বি.এ. পাশ করেন। ১৯৮৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযােগাযােগ ও সাংবাদিকতায় এম.এ. পাশ করেন। ১৯৮১ সালে তিনি খুলনার স্বনামধন্য ব্যক্তিত্ব ডাঃ নারায়ণ চন্দ্র গােলদারের জ্যেষ্ঠ কন্যা কণিকার সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়ই তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িয়ে পড়েন। সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। তিনি দুই কন্যা সন্তান ডাঃ রাখী শুভরায় এবং প্রকৌশলী দীপা শুভরায় মৌ-এর গর্বিত পিতা। বর্তমানে তিনি রাজনীতিতেই সম্পৃক্ত থাকেন বেশী। - প্রকাশক।