clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Subrota Roy Tribadi books

follower

সুব্রতা রায় ত্রিবেদী

সুব্রতা রায় ত্রিবেদী (কুমিল্লা, তালপুকুর পাড়, জন্ম২৩ মার্চ ১৯৫১) পিতা- রাখাল চন্দ্র রায় (জন্ম ১২ নভেম্বর ১৮৮৮- ২ নভেম্বর১৯৮৯) কুমিল্লা বারের একজন প্রতিষ্ঠিত প্রবীণ আইনজীবী ছিলেন। সুব্রতার চার ভাই আট বােন, সকলেই স্নাতকোত্তর, সকলেই সুপ্রতিষ্ঠিত, ভাইবােনেদের মধ্যে তার অবস্থান দশম। সাহিত্য, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কুমিল্লার অবদানের সাথে তাদের পরিবারের সদস্যদের ভূমিকা রয়েছে। তাদের পরিবারের সদস্যরা আইনজীবীও চাকুরিজীবী। রাখাল রায়ের পুত্র সরজেন্দু রায় (কানু), নাতি কৃষ্ণেন্দু রায় ও নাতনি সংযুক্তা রায় (ভট্টাচাৰ্য)। কুমিল্লা বারের আইনজীবী। সুব্রতা রায়ের শিক্ষা: কুমিল্লা ফয়জুন্নেসা গার্লস স্কুল, কুমিল্লা মহিলা কলেজ থেকে এইচ এস সি ও ভিক্টোরিয়া কলেজ থেকে বাংলা সাহিত্যে সম্মান ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭২-৭৩ সেশনে এম এ পাশ করেন। ছাত্রীবস্থায় তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত দৈনিক ইত্তেফাকে নিয়মিত ছােটগল্প ও চিত্রালীতে চিত্র সমালােচনা লিখেছেন। সুব্রতা রায় বিগত ক’বছর বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে চলেছেন। ইতােমধ্যে তার 'গল্পসল্প' নামে একটি ছােটগল্পের বই ২০১০ সালে একুশের মেলায় প্রকাশিত হয়। দৈনিক জনকণ্ঠে প্রকাশিত তার সাহিত্য, সংস্কৃতি, সনাতন ধর্মীয়ও লােকায়ত বিষয়াদি নির্ভর প্রবন্ধগুলাে নিয়ে সম্পাদিত প্রবন্ধ বিচিত্রিতা' ২০১২ সালে একুশের মেলায় প্রকাশিত হয়। তার ক’টি বড় গল্প ও উপন্যাস প্রকাশের অপেক্ষায় আছে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক, গবেষক ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ ত্রিবেদীর সঙ্গে ১৯৭৮ সনে বিবাহ বন্ধনে আবন্ধ হন। তাদের একমাত্র পুত্র সন্তান রথীন্দ্রনাথ ত্রিবেদী। তিনি রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, কীর্তন ও দেশাত্মবােধক গানের অনুরাগী । তিনি মিত্যভাষী ও আদর্শ গৃহিনী, সপরিবারে ক্রিকেট খেলা দেখা তার অন্যতম আনন্দ।

সুব্রতা রায় ত্রিবেদী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed