প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ড. খালেদ হোসাইন
ড. খালেদ হােসাইন জন্ম : ১৯৬৪। নারায়ণগঞ্জের ফতুল্লায় । মা : সুফিয়া খাতুন। বাবা : গােলজার হােসাইন। ছেলেবেলায় বড়বােনের হাত ধরে বেড়াতে যেতেন পরিদের বাড়ি। আকাশে পুঞ্জীভূত মেঘের শাদায় রবীন্দ্রনাথকে দেখে বিহ্বল হয়ে পড়তেন। কৈশােরেই বুকে বেদনার বীজ বুনে দিয়েছিলেন জীবনানন্দ দাশ । মা কবিতা লিখতেন, আর স্বপ্ন দেখতেন । একটা স্বপ্ন ছিল, এই ছেলে কবি হবে । খালেদ হােসাইনের কবিতায় জগৎটি ক্রমাগত রহস্যময় হয়ে উঠছে। তিন দশক পরিব্যাপ্ত কাব্যসাধনার ফসল ইলা মিত্র ও অন্যান্য কবিতা (২০০০), শিকার-যাত্রার আয়ােজন (২০০৫) ও জলছবির ক্যানভাস (২০০৬), পাতাদের সংসার (২০০৭), এক দুপুরের ঢেউ (২০০৮), পায়ের তলায় এসে দাঁড়িয়েছে পথ (২০০৯), চিরকাল আমি এখানে ছিলাম (২০১০), পথ ঢুকে যায় বুকে (২০১১)। সংখ্যা খুব বেশি নয়, তবে বৈচিত্র্য-ভাস্বর। ব্যক্তিগত রােমান্টিকতা প্রসারিত হয়ে স্বদেশ-স্বকাল ছাপিয়ে সর্বজনীন ও সার্বভৌম হয়ে উঠছে। কবিতার অন্তর্গত শিরা-উপশিরার রক্তবদলই কেবল নয়, প্রাকরণিক নানা নিরীক্ষায়ও তিনি কবিতাকে। স্বতন্ত্র করে তুলেছেন । খালেদ হােসাইনের কবিতাকে চেনা যায় । লেখকের ধাতটা আলাদা, কবিতার জাতটাও আলাদা। প্রেম ও প্রেমের কবিতা তাঁর অত্যন্ত প্রিয় বিষয়। পেশায় তিনি বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । বর্তমানে বিভাগের সভাপতি।