প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জ্যোতির্ময় মল্লিক
জ্যোতির্ময় মল্লিক চার দশক ধরে আমাদের শিশুসাহিত্যের নানা বিষয় নিয়ে লেখালেখি করে আসছেন। টাপুর টুপুর, কচি ও কাঁচাসহ সেরা শিশুকিশাের পত্রপত্রিকায় লিখে পাঠক পরিচিতি পেয়েছেন। এখনও সমানভাবে লিখে চলেছেন। হাসির ছড়া দিয়ে তার লেখার শুরু। পরে অনবাদ, রূপকথা এবং প্রকৃতি বিষয়ক শিশুতােষ সাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেছেন। দীর্ঘ দিন ধরে লিখলেও তার প্রকাশিতগ্রন্থ ডজনখানেক। লেখালেখির জন্য পেয়েছেন- অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, গােবিন্দচন্দ্র দাশ সম্মাননাসহ নানা সম্মাননা। ১২ টি বিদেশি রূপকথার রূপান্তর তার বর্তমান গ্রন্থ আমুদে পাহাড় শিশুকিশােরদের জন্য একটি মজার ও শিক্ষণীয় বই। নিঃসন্দেহে বইটি ছােটদের ভালাে লাগবে।