প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সু্খরঞ্জন সেনগুপ্ত
বাংলা সংবাদপত্র জগতে সুখরঞ্জন সেনগুপ্ত একটি পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। তাঁর জন্ম ১৯৩১ সালের জানুয়ারিতে খুলনা শহরে । ১৯৪৮ সালে কলকাতায় আসেন এবং পড়াশুনার জীবনেই সংবাদপত্র জগতে প্রবেশ করেন ১৯৫০-এর একেবারে শেষে ‘লোকসেবক’ পত্রিকার মাধ্যমে। ১৯৫১-এর শেষভাগ থেকে ‘জনসেবক' পত্রিকার রিপোর্টার হিসাবে কাজ করে ১৯৬০ সালে ‘যুগান্তর’ পত্রিকায় যোগ দেন। ওই সময় অসম থেকে বাঙালি বিতাড়ন এবং নাগাল্যান্ডে বিদ্রোহ ও জয়প্রকাশ নারায়ণের ‘শান্তি মিশন’-এর ঘটনাবলি রিপোর্ট করে খ্যাতি অর্জন করেন। কিন্তু রিপোর্টার হিসাবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন ‘বাংলাদেশ'-এর জন্ম মুহূর্তে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরে ভারত-পাকিস্তান যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় প্রবেশ করেন। সেই সময় থেকে প্রায় দেড় বছর তিনি ঢাকায় ‘যুগান্তর’ ও‘অমৃতবাজার পত্রিকা’-র বিশেষ সংবাদদাতা হিসাবে বহু কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৭৪ সালে সুখরঞ্জন সেনগুপ্ত ‘আনন্দবাজার পত্রিকা'-তে যোগ দেন। ১৯৯১ সালের শেষে তিনি অবসর নেন। 'ভাঙা পথের রাঙা ধুলায়' গ্রন্থটি এককথায় লেখকের রিপোর্টার জীবনের বৈচিত্র্যপূর্ণ ঘটনাবলির স্মৃতিচরণ। এর আগে এই লেখকের যে গ্রন্থগুলি পাঠকমহলে সমাদৃত হয়েছে সেগুলি হল—‘নকশালবাড়ি থেকে আরবান গেরিলা', ‘বাংলা—ফজলুল হক থেকে জ্যোতি বসু’,‘বঙ্গসংহার এবং' ও 'Curzon'sPartition of Bengal and Aftermath' .