প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মমতাজ বিলকিস
মমতাজ বিলকিস-এর জন্ম কুষ্টিয়ায়, ১৯৫৩ সালে একটি মধ্যবিত্ত পরিবারে। ১৯৭২ সালে স্নাতক ডিগ্রী লাভের পর অধুনালুপ্ত | “মর্নিং নিউজ”-এ শিক্ষানবিস হিসাবে ও পরের বছর তার সাংবাদিকতায় আসা। লেখা-লিখিও আরম্ভ করেন ছাত্রজীবন থেকে। শুরুটা কবিতা দিয়ে। কোলকাতার প্রগতিশীল সাময়িকী কমরেড’-এ তার। কবিতা ছাপা হয়েছে। প্যানােস ফিচারসহ ঢাকার বহুল প্রচারিত দৈনিক ও সাপ্তাহিকগুলােতে অনেক গল্প ও প্রবন্ধ । প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ। সংবাদ সংস্থায় কর্মরত রয়েছেন। “নীলার। সন্ধ্যাতারা” তার প্রথম উপন্যাস।