প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এ.এ. জাফর ইকবাল
পুরো নাম আবু আহম্মেদ জাফর ইকবাল। জন্ম ১৯৫১ সালের ১০ নভেম্বর শেরপুরের কসবায় তার মাতুলালয়ে। ১৯৬৬ সালে শেরপুর ভিক্টোরিয়া একাডেমী থেকে তিনি এস.এস.সি পাশ করেন। ১৯৬৮ সালে ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ থেকে তিনি এইচ.এস.সি পাশ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ঢাকা কলেজের স্নাতক শেষ পর্বের ছাত্র। মুক্তিযুদ্ধে তিনি ১১ নম্বর সেক্টরে পুরাকাশিয়া সাব সেক্টরে সহ-অধিনায়ক ছিলেন। তিনি শেরপুর সদরের একজন কোম্পানি কমান্ডার। স্বাধীনতার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে এম.এস.সি এবং সাংবাদিকতায় এম.এ ডিগ্রি নেন। কর্মজীবনে প্রথমে সাংবাদিকতা এবং পরে কিছুকাল অধ্যাপনা করেন। ১৯৭৬ সালে তিনি প্রথমে তিতাস গ্যাস কোম্পানিতে এবং পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরী করেন। এসময় তিনি যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা নেন। ১৯৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে গণ-যোগাযোগ ও সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা নেন। এ ছাড়া পেরুর লিমা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা নেন। তার স্ত্রী প্রয়াত ডা. নাসিমা সুলতানা একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা। দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক জাফর ইকবাল সোনালী ব্যাংক এর মহাব্যবস্থাপক হিসেবে অবসর নিয়ে বর্তমানে একজন মুক্তকলম সাংবাদিক হিসেবে অবসর জীবনযাপন করছেন।