প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ইশরাত মাহেরীন জয়া
ড. ইশরাত মাহেরীন জয়ার জন্ম আর বেড়ে ওঠা ঢাকায়। পেশায় তড়িৎ প্রকৌশলী ইশরাত বাংলাদেশ প্ৰকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎকৌশলে স্নাতক করেছেন আর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন থেকে মাস্টার্স ও পিএইচডি করেছেন। ইশরাত বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ইশরাতের প্রথম গল্পগ্রন্থ "কোনো এক শ্রাবণে" পেন্সিল পাবলিকেশনস থেকে আয়োজিত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে ২০১৯ বইমেলায় প্রকাশিত হয়েছিল। তাঁর লেখা ছোটোগল্প পাঠকপ্রিয়তা পেয়েছে। অন্যপ্রকাশ থেকে আয়োজিত "ভালোবাসা দিবস কথামালা'' প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে তাঁর লেখা গল্প । প্রথম আলো, উইমেন চ্যাপ্টার সহ বিভিন্ন অনলাইন গ্রুপের সংকলনে লেখা প্রকাশিত হয়েছে। ইশরাতের সম্পাদনায় 'বুয়েটে আড়িপেতে শোনা' সংকলন ও পেন্সিল বর্ষপূর্তি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। সম্পর্কের টানাপোড়েন আর নারী জীবনের বিভিন্ন রং এই লেখককে টানে। সমসাময়িক লেখকরা তাঁর লেখাকে প্রাঞ্জল মনে করেন। পাঠকের মতে ইশরাতের লেখা আধুনিক ও স্বকীয়তায় অনন্য। স্বামী ড. শাহাদাত হোসেন ও দুই সন্তান সহ ইশরাত বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বসবাস করছেন। ইশরাত অবসরে বই পড়তে, মুভি দেখতে ও পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন।