প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ফারজানা সিকদার
ফারজানা সিকদারের জন্ম পর্যটন নগরী কক্সবাজারের,রামু সেনানিবাস এলাকায়।বাবা- আব্দুল খালেক সিকদার,মা-ছালেহা বেগম বাবা মায়ের একমাত্র মেয়ে ফারজানা সিকদার।অর্থনীতিতে স্নাতক শেষ করে,বর্তমানে স্নাতকোত্তরে পড়ছেন।পাশাপাশি সাংবাদিকতা এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের(কক্সবাজার জেলা শাখা) 'সংস্কৃতি বিষয়ক' সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফারজানা সিকদারের দ্বিতীয় উপন্যাস “দাদীমা”।পাঠক সমাজে মূলত কবি হিসেবেই তার পরিচিতি।লিখালিখির শুরুটাও হয়েছিলো কবিতা দিয়ে।তবে সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে "নিয়তির জলকাব্য" উপন্যাসের মাধ্যমে।একুশে বইমেলা ২০১৮'র বেষ্ট সেলার তালিকায় ছিলো "নিয়তির জলকাব্য"। এছাড়াও ফারজানা সিকদার নিয়মিত লিখছেন সমকাল,ভোরের কাগজ,যায়যায়দিন সহ দেশের জনপ্রিয় বিভিন্ন পত্রিকা,কাব্য সংকলন এবং ম্যাগাজিনে।লিখেছেন মার্কিন যুক্তরাষ্টের একাধিক পত্রিকায়।তার প্রতিটা লিখা অনিন্দ্য অনবদ্য।পাঠকের হৃদয় ছুঁয়ে যায় সহজেই।