প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সরদার ফাতিমা জহুরা ময়না
জন্ম: বগুড়া জেলার শেরপুর উপজেলায়। বাবা: আব্দুর রশিদ মুজিল। মা: মিসেস মনোয়ারা বেগম আয়মুন। শিক্ষা। শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং শেরপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসসি অনার্স ও এমএসসি উত্তীর্ণ হন মনোবিজ্ঞান বিষয়ে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোথেরাগিয়ে পিজিটি এবং সরকারি ন্যাশনাল ইনষ্টিটিউট অফ ম্যান্টাল হেলুষ (জাতীয় মানসিক হাসপাতাল) থেকে সাইকোথেরামিতে মেশান ট্রেনিং নেন। তিনি নিট থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করেছেন। কর্মস্থল। তিনি রিহ্যা হাসপাতালে (মাইন্ড এইড) সাইকোলাজিস্ট ও ইচ্ছা ক্লাসপাতাল লাইভেট লিমিটেড নার্সি কলেজে সাইরালীভিচ্য লেকচারার হিসেবে কর্মরত আছেন। তাঁর লেখা প্রকাশিক গ্রন্থ। প্রথম গল্পগ্রন্থ 'খুব বেশি ভালোবেসেছিলাম তাই এখনো মনে পড়ে তোমাকে'। প্রথম গবেষণাধর্মী গ্রন্থ 'আর ভয় নয়'। প্রথম কাব্যগ্রন্থ 'চোখের জলে গন্ধ ফোটে'। দ্বিতীয় কাব্যগ্রন্থ 'জয়ী'। এবং তৃতীয় কাব্যগ্রন্থ 'প্রণয় শিখা'। 'নীলিমার ফাগুন' নামে কবির চতুর্থ কাব্যগ্রন্থ। পুরস্কার। শেরপুর আলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা এবং বগুড়া জেলায় আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের সম্মাননা পান তিনি। প্রথম কাব্যগ্রন্থ 'চোখের জলে পদ্ম ফোটে' মরাল ইডুকেশন আয়োজিত সাহিতা সম্মাননা ২০১৭ অ্যাপ্রিশিয়েট অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া তিনি বিজয় সম্মাননা ২০১৮ ও কবিতায় বিশেষ অবদানের জন্য উদীয়মান বাংলাদেশ'র পক্ষ থেকে ড. মুহম্মাদ শহীদুল্লাহ পদক- ২০১৮, বাংলাদেশ কবি লেখক ফোরামের পক্ষ থেকে অঞ্চল ভিত্তিক বগুড়া জেলার কবি সম্মাননা- ২০১৯, পার্বত্য কাবার পক্ষ থেকে (রাঙ্গামাটি) জেলা ভিত্তিক কবি সম্মাননা- ২০১৯ এবং প্রিয়জন সাহিত্য পরিষদের পক্ষ থেকে গুণিজন সম্মাননা-২০১৯ অর্জন করেন। সিডি: কবির নিজ কণ্ঠে গাওয়া নিজের লেখা সুর করা একক অ্যালবাম 'বসন্ত লেগেছে গায় ২০১৬ সালে সিডি বের হয়েছে। এই সিডিতে মোট আটটি গান আছে। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য