Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ojit Roy Vojon books

follower

অজিত রায় ভজন

ছড়াকার অজিত রায় ভজন ১৯৬৭ সনের ৩০ এপ্রিল সিলেট শহরের রায় নগরের রায় পরিবারে জন্মগ্রহণ করেন, তার মাতার নাম দুলু রাণী রায়, বাবার নাম নরেন্দ্র কুমার রায়। বাংলাদেশের প্রাচীনতম ছড়া সংগঠন ঐতিহ্যবাহী ছড়াপরিষদ সিলেট’র প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমান সহ-সভাপতি, জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নির্বাচিত সভাপতি। অজিত রায় ভজন আশির দশকের প্রারম্ভে তাঁর লেখালেখি শুরু করেন, তারপর থেকেই বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক-সহ ম্যাগাজিন সাময়িকীতে নিয়মিত ছড়া লিখে আসছেন, এছাড়া ভারত, লন্ডন, আমেরিকা, কানাডা-সহ বিদেশের পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। ২০১৮ একুশে বইমেলায় তার প্রথম ছড়াগ্রন্থ ‘পাখির মত মেলব ডানা’ ২০১৯-এ দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘স্মৃতির বাঁকে খুঁজি মাকে’ প্রকাশিত হয়। এটি ছড়াকারের তৃতীয় একক মলাটবন্দী গ্রন্থ, তারও আগে বেশ কয়েকটি যৌথ ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। এদের মধ্যে রয়েছে, দুই বাংলার বাছাই ছড়া, দিনবদল, উচ্চারণ, ছড়া নয় ছড়ি, মুক্তিযুদ্ধের নির্বাচিত ছড়া, ভাষা আন্দোলনের ছড়া, একমুঠো রোদ্দুর, মুক্তিযুদ্ধের ছড়া, এ ছাড়া তাঁর সম্পাদনায় ‘ছন্দকথা’ নামে সাহিত্য পত্রিকা নিয়মিত প্রকাশিত হতো, বেশ কয়েকটি স্মরণিকা দেয়ালিকাও সম্পাদনা করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী লাকী রায়, (প্যারামেডিক চিকিৎসক) কন্যা দূর্বা রায় (সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) ও পুত্র অর্ঘ্য রায় (একাদশ শ্রেণি’র ছাত্র) পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি নবম আর ভাইদের মধ্যে তিনি সকলের ছোট। পেশায় ব্যবসায়ী হলেও সমকালীন ছড়া লেখা তার নেশা, আর এভাবে অজিত রায় ভজন’র ছড়া লেখায় তার দৃপ্ত পদচারণার ফসল এই গ্রন্থ, আমি তাঁর এই বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

অজিত রায় ভজন এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed