প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মেহবুবা হক রুমা
কবি ও লেখক মেহবুবা হক রুমা মা রাবেয়া রহমান ও পিতা মহিব্বুর রহমানের প্রথম সন্তান। ১৯৭৫ সালের বিজয়ের মাসের প্রথম দিনে ঐতিহ্যবাহী ঢাকায় কবির জন্ম ও বেড়ে ওঠা। স্বাধীনতা আর বিজয় আর দেশপ্রেমের চেতনার আলোয় আলোকিত তার মন ও মনন। কথা নয় সঠিক কর্ম ও ধৈর্য বদলে দেয় মানুষের জীবন। এরকম বিশ্বাস নিয়ে লেখকের পথ চলা। হাজার বছরের বাঙালি সাহিত্যের ইতিহাস আর শতবছরের নিরলস নারী কবি সাহিত্যিকদের কালজয়ী সৃষ্টি লেখকের অনুপ্রেরণা। লেখার হাতে খড়ি শৈশবেই। ছন্দ আর ছড়ায় শুরু হয় লেখালেখি। স্কুল কলেজে লেখালেখির পাশাপাশি গান, আবৃত্তি ও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। এখন নিয়মিত করছেন আবৃত্তি চর্চা। লেখকের শৈল্পিক জীবনে লেখক সত্ত্বা তার আভ্যন্তরীন দর্শন ও বাহিক্য অলংকার। ২০১৭ সালে যৌথ কাব্যের অংশ হয়ে প্রথম অমর একুশে গ্রন্থমেলায় পদার্পণ। ২০১৮ তে একক কাব্যগ্রন্থ ষোলোয় ষোড়শী এর পর থেকে বিরতিহীন পথ চলা সাহিত্য অঙ্গনে। লিখছেন সাহিত্যের সব শাখাতে। যৌথভাবে প্রকাশিত তার গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। এছাড়া নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে অন লাইন অফ লাইন পত্রিকায়।বর্তমানে লেখক জড়িত আছেন নারী ও শিশু কল্যাণমূলক কর্মকান্ডের সাথে। তিনি বাংলাদেশ নারী লেখক সোসাইটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য। ঢাকা সাহিত্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ও আজীবন সদস্য। শিক্ষা জীবন শুরু হয় মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। সপ্তম শ্রেণীতে ভর্তি হন গাজীপুর ক্যান্টোমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এস এসসি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি, বি এস এস এবং সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন । এক পুত্র এক কন্যা এবং স্বামী মাহবুবুল হকের সাথে তার চব্বিশ বছরের সংসার জীবন। মাহবুবুল হক প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসার সাথে জড়িত তিনি উক্ত প্রতিষ্ঠানে হিসাব রক্ষক পদে কর্মরত।