Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Fatima Parvin books

follower

ফাতিমা পারভীন

ফাতিমা পারভীন জননন্দিত একজন জনপ্রতিনিধি ও উপকূলীয় নারী গবেষক। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ১৯৮৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা আলী আকবর, মা সেতারা বেগম। পাঁচ বোন আর এক ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। বর্তমানে তিনি আইন বিভাগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তাঁর লেখা কলামসহ অসংখ্য লেখা কবিতা ও উপন্যাস ছাপা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায়। ইতিমধ্যে তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন। তার নিজের সফলতার গল্প আন্তর্জাতিক জার্নালেও ছাপা হয়েছে। জাতীয় সাহিত্য পরিষদ থেকে তিনি উপন্যাসে সম্মাননা ও পদক লাভ করেন। এছাড়াও তিনি সমাজে বিশেষ অবদানের জন্য উপজেলা ও জেলা মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে সেরা জয়িতা পদক লাভ করেন এবং বরিশাল বিভাগে বিভাগীয় পর্যায়ে তিনি জয়িতা শুভেচ্ছা স্মারক লাভ করেন। বিশ্বসেরা কণ্ঠধ্বনি' লেখকের ৯ম গ্রন্থ; তবে কাব্যগ্রন্থ হিসেবে ২য়। 'বিশ্বসেরা কণ্ঠধ্বনি' কবিতার নামানুসারে কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে। তিনি শত ব্যস্ততার মধ্যে লিখেছেন অসংখ্য কবিতা, ছড়া, উপন্যাস, কলাম এবং ছোটদের জন্য ছড়ার বই। 'স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস' উল্লেখযোগ্য একটি সম্পাদনা। তাঁর প্রায় সব লেখার ভেতরেই প্রকাশ পেয়েছে নারীবিরোধী প্রথা। ফেসবুকে তাঁর 'পাথরঘাটার কণ্ঠ' নামে একটি লাইক পেইজ রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ-এর বরগুনা জেলার সভাপতি, বরগুনা সাহিত্য সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক, পাথরঘাটা নারী উন্নয়ন ফোরাম ও জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সভাপতি।

ফাতিমা পারভীন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed