প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল হালিম নোমানি আল-আযহারি
আবদুল হালিম নোমানি আল-আযহারি। লেখক, গবেষক, সুবক্তা ও সমাজসেবক। ছোটবেলা থেকে অনন্য ব্যতিক্রমধর্মী মেধাবী হিসাবে উসতাদ ও সতীর্থ বন্ধুদের নিকট পরিচিত। তার বিচক্ষণতা ও ইলমি উৎকর্ষতার পরিচয়কল্পে আল্লামা জুনাইদ বাবুনগরী দামাত বারাকাতুহুম তাকে 'নোমানি 'উপধীতে সম্বোধন করে থাকেন। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে ২০০৩ সালে দাওরায়ে হাদিস, ২০০৪ সালে উচ্চতর তাফসির গবেষণা, ২০০৫ সালে উচ্চতর হাদিস গবেষণার উপর ডিগ্রি অর্জন করেন। তারপর কয়েক বছর হাদিস ও তাফসির অধ্যাপনার পর ২০১২ সালে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে উলুমুল হাদিসের উপর অনার্স ডিগ্রি লাভ করেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে হাইয়ার ইনস্টিটিউট ফর ইসলামিক স্ট্যাডিজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আল-মদিনা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, মালেয়েশিয়াতে এমফিল করছেন। এ পর্যন্ত লেখকের স্বরচিত ও অনূদিত অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। বিপন্ন মানবতা; পরকালের কারাগার; খাঁটি তাওবার ডাক; কোরআন-হাদিসের আলোকে জান্নাত; আরবি ইলমি কথোপকথন; প্রশংসা সবই কেবল তোমারই বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতোমধ্যে তার গবেষণাকর্ম তালিক ও তাহকিক কৃত 'আল- আলিম ওয়াল মুতাআল্লিম' ও 'আল-লা মাযহাবিয়্যাহ কানতারাতুল লা-দিনিয়্যাহ' প্রকাশিত হয়েছে; তাছাড়া ইমাম জাহিদ আল-কাউসারি রহ. এর প্রায় চৌষট্টিটি কিতাবের উপরতিনি তালিক ও তাহকিকের কাজ করে যাচ্ছেন। আবদুল হালিম নোমানি আল-আযহারি জ্ঞান-গবেষণার বিশ্বস্ত বাহক -মাকাতাবাতুল আফনান- এর স্বত্বাধিকারী, আলোকিত জীবনের রাহবার দারুন নাশাত এর পরিচালক এবং বিভিন্ন মাদরাসা-মসজিদ-মকতব ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক। ব্যক্তিগত জীবনে তিনি পরোপকারী, বিনয়ী, মিশুক, সদাচারী ও দীনের জন্য নিবেদিত। ইসলাম ও উম্মাহর খাদেম হিসাবে আল্লাহ তার জীবন বরকতময় করুন, তার খিদমতগুলো কবুল করুন, আমিন।