প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সাহেদ আহমেদ
সাহেদ আহামেদ রবিবার ১৭ আশ্বিন ১৩৯৫ বঙ্গাব্দ, '২'রা অক্টোবর, ১৯৮৮ খ্রিস্টাব্দে, ঢাকা জেলার কেরানীগঞ্জে উপজেলা আগানগর কাঠুরিয়া ২নং ওয়ার্ড নানাবাড়িতে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা: মােঃ মানিক আহামেদ রাজু ও মাতা: নাজমা বেগমের (ছেলে ও মেয়ে) দুই সন্তানের মধ্যে (মােঃ সাহেদ আহামেদ) বড় ছেলে ।। তার পিতার পৈত্রিক নিবাস মুন্সিগঞ্জ জেলায় সিরাজদিখান । বই পড়া, ছবি আঁকার পাশাপাশি খুব ছােটবেলা থেকেই লেখালেখির প্রতি। তার আগ্রহ ও ভালােবাসা ছিলাে প্রবল। আর সেই ভালােবাসা দিনকে দিন বেড়ে আজ এই। পর্যায়ে, লেখালেখি যেন তার ভাবনার শিরা। উপশিরায় মিশে একাকার, তার অবসর সময়টুকু কাটে লেখালেখি করে । একজন কবি ও সাংস্কৃতিক কর্মী হিসেবে বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সমসাময়িক ঘটে যাওয়া কিছু বিষয়ের উপর। 'লেখা ‘তিন কালের নাকাল’ লেখকের প্রথম উপন্যাস। এই তরুণ ও প্রতিভাবান লেখকের জন্য। শুভকামনা রইলাে ।।