প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অজয় মজুমদার
জন্ম বিভূতিভূষণ, দীনবন্ধু মিত্র ও শংকর-এর বনগাঁয়। কর্মজীবন শুরু মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে, কিছুদিন কেটেছে গবেষণাগারে, তারপর জীবন-বিজ্ঞানের শিক্ষক ৩৬ বছর। ২০১৫-তে অবসর নিয়েছেন। বর্তমানে লেখক একজন মানবাধিকার কর্মী ও বিভিন্ন সমাজ-কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ ১৬ বছর সংখ্যালঘু যৌন সম্প্রদায় নিয়ে গবেষণা করে তিনটি আকরগ্রন্থ প্রকাশ-ভারতের হিজড়ে সমাজ (১৯৯৭), পুরুষ যখন যৌনকর্মী (১৯৯৯), সমপ্রেম (২০০৫)। এইচ আই ভি এইট্স শিক্ষা ও সমীক্ষার কাজে ২০০৯ সালে জাম্বিয়াতে যাওয়ার সুযোগ আসে। ফিরে এসে লিখেছেন 'এইট্স এর সংসার' গ্রন্থ (২০১৪)। বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত লেখক। ২০১৪ সালে প্রাবন্ধিক হিসাবে 'কবি বিনয় মজুমদার স্মারক সম্মান' এ সম্মানিত।