প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
রায়হান রাইন
রায়হান রাইন: জন্ম ৮ মার্চ ১৯৭১, সিরাজগঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক। প্রকাশিত বই: গল্প আকাশের কৃপাপ্রার্থী তরু, পাতানো মায়ের পাহাড়, স্বপ্নের আমি ও অন্যরা, কয়েকটি সাদা কাঠগোলাপ; কবিতা-তুমি ও সবুজ ঘোড়া, একদিন সুবচনী হাঁস, নিক্রোপলিসের রাত; উপন্যাস-আগুন ও ছায়া, নিখোঁজ মানুষেরা; প্রবন্ধ-বাংলার দর্শন: প্রাক-উপনিবেশ পর্ব, এক মুঠো রূপক: শিল্প-সংস্কৃতি ও দর্শনে রূপকের ভাষা; সম্পাদনা-বাংলার ধর্ম ও দর্শন; অনুবাদ ও সম্পাদনা-মনসুর আল-হাল্লাজের কিতাব আল-তাওয়াসিন, আচার্য শান্তরক্ষিতের মধ্যমকালঙ্কার, ব্রোঞ্জের মৌমাছি ও অন্যান্য বিশ্বসাহিত্যের নির্বাচিত ছোটগল্প, অতীশ দীপঙ্কর রচনাবলি, কথাপুষ্প প্রজ্ঞাবানদের বলা গল্প। আগুন ও ছায়া উপন্যাস ও বাংলার দর্শন: প্রাক-উপনিবেশ পর্ব বইদুটির জন্য 'প্রথম আলো বর্ষসেরা বই' পুরস্কার পেয়েছেন ১৪২০ ও ১৪২৫ বঙ্গাব্দে।